দিন - দ্যা ডে সিনেমার বাজেট ১০০ কোটি হওয়ার কারণ হিসাবে অনন্ত জলিল জানান

 দিন - দ্যা ডে সিনেমার বাজেট ১০০ কোটি হওয়ার কারণ হিসাবে অনন্ত জলিল জানান, "সিনেমার খরচ ৩০ কোটি, আমার পারিশ্রমিক ৪০ কোটি, বর্ষার পারিশ্রমিক ৩০ কোটি। মোট ১০০ কোটি।"

সাংবাদিক এসময়ে প্রশ্ন করেন, "বলিউডে শাহরুখ খানের পারিশ্রমিক সর্বোচ্চ ২০ কোটি। আর আপনার ৪০ কোটি!"
প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, "শাহরুখ কি দিন - দ্যা ডে লেভেলে কোনো সিনেমা এখন পর্যন্ত করেছে? আমার সিনেমার তুলনা একমাত্র টম ক্রুজের সিনেমার সাথে হতে পারে।"
কালেকশন ঃ রাবেয়া লাবনী

Post a Comment

0 Comments