সবকিছু হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ডাক্তার অপর্ণা বসাক...!!! উল্লেখ্য, খন্দকার মাহবুব এলাহি কে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট আমি আর পারতেছি না আমি হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে তারপরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে ময়মনসিং জেলার সরিষাবাড়ী উপজেলার এই নবাগত ডাক্তার মেয়েটি.....
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বী ডাক্তার অপর্ণা বসাক দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন খন্দকার মাহবুব এলাহী নামের এক যুবকের সাথে! কিন্তু এই প্রেমিকের সাথে তার আর ঘর বাঁধা হলো না! হবেই বা কি করে??? মাত্র কয়েকদিন আগেই প্রেমিকা অপর্ণা বসাকের অজান্তে নিজ ধর্মের একটি মেয়েকে বিয়ে করে খন্দকার মাহবুব এলাহী! এদিকে সবকিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে অপর্ণা বসাক! যে ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন সেখানকার তার সহকর্মীদের ভাষ্যমতে, কয়েকদিন ধরে কারো সাথে কথা বলছিল না, মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত ছিল।
অতঃপর মানসিকভাবে প্রচণ্ড আঘাত সইতে না পেরে গত ২৪-৬-২০২৪ ইং তারিখে নিজ বাসায় গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়! জাত-ধর্মের মান সম্মান নষ্ট করল, বাবা-মায়ের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন এক নিমিষেই শেষ! ভুল পথে চলা প্রতিটি হিন্দু মেয়ের শেষ পরিণতি এমন হয়! আপনার আশেপাশে প্রতিটি সনাতনী পরিবারকে সচেতন করুন এবং সনাতনীদের স্বার্থে পোস্টটি শেয়ার করুন....
C @মানিক চন্দ্র রাই
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.