#বাংলাদেশের সরকারি হিন্দু চাকরিজীবিদের অবস্থা।
এখন পর্যন্ত যেসব হিন্দুদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছেঃ
২। ভবেশ চন্দ্র রায়, অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাও।
৩। সোনালী রানী দাস, সহযোগী অধ্যাপক (নার্সিং) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মগবাজার ঢাকা।
৪। অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপাচার্য, বুয়েট।
৫। অধ্যাপক ডা.বঙ্গ কমল বসু, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ,খুলনা।
৬। অধ্যাপক ডা.কান্তা রায় মিমি, অধ্যক্ষ(সাবেক) এবং বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
৭। অদ্রীশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা, খুলনা।
৮। অধ্যাপক অমিত রায় চৌধুরী, কোষাধ্যক্ষ, খুলনা বিশ্ববিদ্যালয় ।
৯। সুবেন কুমার, আবাসিক শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
১০। দিলীপ কুমার, আবাশিক শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
১১। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, বেইলী রোড।
১২। অধ্যাপক ড. দীপিকা রানী সরকার
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ।
১৩। প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, উপাচার্য,
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ।
১৪। অধ্যাপক সৌমিত্র শেখর, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের , ত্রিশাল।
১৫। রাধা গোবিন্দ, প্রধান শিক্ষক, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
১৬। দীপন দত্ত, অধ্যক্ষ, কিশোরগঞ্জ নার্সিং কলেজ।
১৭। বিউটি মজুমদার, অধ্যক্ষ, ফেনি নার্সিং কলেজ।
১৮। আলপনা বিশ্বাস, অধ্যক্ষ, জহরুল হল নার্সিং ইন্সটিটিউট ।
১৯। খুকু বিশ্বাস, অধ্যক্ষ, যশোর নার্সিং ইন্সটিটিউট ।
২০। তাপসী ভট্টাচার্য, অধ্যক্ষ, আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজ।
২১। প্রফেসর বেনু কুমার দে, উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২২। গীতাঞ্জলি বড়ুয়া, অধ্যক্ষ, আজিমপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা।
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.