আপনারাই বিচার করুন,,,এটাই বাস্তবতা এবং এটাই হওয়ার কথা ছিল।

 আপনারাই বিচার করুন,,,

দেশ স্বাধীন?
নিচের লিংকগুলো দেখে আসুন একটু।
(১) ফেনী বাঁশ পাড়ার দূর্গা মন্দির
(৩) চট্টগ্রাম হাজারী গলি
(৬) পিরোজপুর, বরিশাল
(৭) বরিশাল

রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হয়েছে এবং তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন!

#save_bangladeshi_students✅এটাই বাস্তবতা এবং এটাই হওয়ার কথা ছিল।

খিলগাঁও নন্দীপাড়া বড়বটতলা কালী মনদির রঞ্জন মন্তের বাড়ি😭😭😭
যখন ছেলেরা মিছিলে ও আমার দেশের মাটি গাইছিল পতাকা দোলাতে দোলাতে, মনে হয়নি ওরা যে অত বর্বর। লুটপাট করছে, পাবলিক প্রপার্টি ধংস করছে, হিন্দুদের জ্বালিয়ে দিচ্ছে, হোটেল পোড়াচ্ছে।যশোর এ ফাইভ স্টার হোটেলে আগুন দিয়েছে। অলরেডি ৩৪ ডেড। ভেতরে কত আছে আল্লা জানে।
\
ধরে নিলাম লোকটা খারাপ ছিলো, কিন্তু এই লোকটার আওয়াজেই নয়টা মাস যুদ্ধ হইসিলো, আরো মানুষের অবদান অবশ্যই ছিলো কিন্তু উনার আওয়াজটা তখন অনেক জরুরি ছিলো, কি দিলাম তারে আমরা??আজ উনার অবদান যদি আপনারা ভুলে যান।
তাহলে ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েরাও আপনাদের আজকের এই অবদান ভুলে যাবে।ভাগিনা তুই দেশে আয় তারাতাড়ি চেয়ার খালি পড়ে আছে 🤣🤣মাফ করবেন দেশ স্বাধীন হয়নি,
দেশ ধ্বংস হচ্ছে 🙏
খিলগাঁও নন্দীপাড়া বড়বটতলা কালী মনদির রঞ্জন মন্তের বাড়ি😭😭😭
রাত ২ টা ৭ মিনিট এর লাইভ থেকে নেওয়া ভিডিওটি।Breaking news : BTS এর Jungkook
🐰 কে বাংলাদেশ গণভবন থেকে উদ্ধার করা হয়েছে!!💀
এ কেমন উল্লাস?? দেখে খুবই লজ্জিত হলাম☺️☺️তিতা হলেও সত্যি গণভবন ও পুরো দেশ থেকে যারা লুটপাট করলেন তারা বুঝায় দিলেন সুযোগ পাইলে আপনারাও দেশটাকে খাইতেন। কোনো পার্থক্য নাই!

মানুষ হতে পারলাম না!!!


Post a Comment

0 Comments