
প্রেমের স্ট্যাটাস love status bangla
প্রেম, মানুষের জীবনের একটি অমূল্য অংশ। এটি যে প্রাণীদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি, সমর্থন এবং আনন্দ একই সময়ে অনুভব করতে সক্ষম হয়, তারা ধনী। প্রেম বিভিন্ন রূপে আসতে পারে – পরিবারের সদস্যের মধ্যে, বন্ধুদের মধ্যে, সাংগঠিত সম্প্রদায়ে, বা জীবনের প্রতিটি দিকে।
আমরা (love status bangla) প্রেমের স্ট্যাটাস বা ভালোবাসার বার্তা দিয়ে আমাদের ভাবনাগুলি প্রকাশ করি। এটি সাধারণভাবে সামাজিক যোগাযোগে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মাধ্যমে হতে পারে, অথবা প্রাইভেটভাবে প্রিয়জনদের প্রদত্ত কোনও বার্তার মাধ্যমে। এই (love status bangla) স্ট্যাটাস সম্পর্কের গভীরতা এবং মূল্যায়ন প্রকাশ করতে সহায়ক হতে পারে, তার সাথে সাথে নিজের মনের আববাদ ও ভাবনার সামঞ্জস্যও দেখায়।
বাংলায় প্রেমের স্ট্যাটাস বা (love status bangla) ভালোবাসার বার্তা লিখতে হলে, এটি সাধারণভাবে সুন্দর কথাগুলির সমাহার। সেগুলি মানুষের ভালোবাসার অনুভূতিগুলি আরও বেশি বোঝায় এবং প্রাপ্তবয়স্ক এবং ছেলেমেয়েরা এর প্রতি আকর্ষিত হতে পারে। যেমন, “ভালোবাসা হল আনন্দের মূল, এক জীবনের প্রতি বন্ধুত্ব” বা “আমার প্রেমের জীবনে তুমি সবচেয়ে মৌলিক অংশ”।
(love status bangla) প্রেমের স্ট্যাটাস না হলেও প্রেম একটি গভীর অভিজ্ঞতা, একটি জীবনযাত্রার অংশ, একটি পর্বতাকার অনুভূতি। এটি মানবতার স্বপ্ন এবং সম্প্রীতির কারণে, যা আমাদেরকে আবৃত্তি করে এবং আমাদের সৃষ্টিকর্তার অবতার। এটি আমাদের জীবনে উৎসাহিত করে, আমাদেরকে পুনঃসৃষ্টি করে, আরও ভালো মানুষ
romantic caption banglaআমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো নাজটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নিতুমি আমাকে ছেরে চলে গেছো
তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
তুমি আমাকে যতই কষ্ট দাও… আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও… তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন… নিরবে ভালবেসে যাবো…!
ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোন ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোন সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোন এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
ভালোবাসার স্ট্যাটাস
ইসলামের দৃষ্টিতে প্রেম করা কি জায়েজ?
নদীর পারে বসে আমি লিখছি কবিতা~ ~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~ ~মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন~ ~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন~
এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই… কিন্তূ তা কখনো-ই পাই না।
বিখ্যাত প্রেমের উক্তি, Best love status bangla
হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে- গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে- আমি কতটা ভালোবাসি!!
প্রেম ভালবাসা হল এক ধরনের আপেক্ষিক বিষয়। কারন প্রেম ভালোবাসা কারো জীবনের জন্য তা স্বর্গ সুখ বয়ে আনে, এবং কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়।
তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া আমার প্রিয় আর কেহ নাই! আমি শুধু ভালবাসি তোমায় আমি, জনম, জনম ধরে ভালবাসতে চাই!
ভালোবাসার শুরু আছে শেষ নেই, হয়তো কোন এক দিন ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে, তবে ভালোবাসা কখনো হারায় না, বরং ভালোবাসা সব সময় মনের গভীরেই থেকে যায়।
স্বপ্ন দিয়ে আকি আমি তোমায় নিয়ে সুখের সীমানা, হৃদয় দিয়ে খুজি আমি তোমার মনেরই ঠিকান। ছায়ার মত থাকবো আমি সারাক্ষন শুধু তোমারি পাশে, যদি বলো ভালো বাসো তুমি আমায়।
ভালোবাসা হলো মূলত রংধনুর মত, রংধনু যেমন সাতটি রঙ ছাড়া পরিপূর্ন হয় না, তেমনি বিশ্বাস,রাগ, অভিমান, কষ্ট,আবেগ ছাড়া, ভালোবাসাও পরিপূর্ন হয়না।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, ও গো তোমায় নিয়ে হারিয়ে যাব আমি ঐ দূর আকাশের নীলে। তোমারি জন্যিআমারি মনে অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই শুধু তোমারই ভালোবাসা।
এক জীবনে শেষ হবে না আমারই ভালোবাসা, হাজার জনম চাইগো তোমায় আমারি পাশে এইতো আমার মনের আশা। ওগো তোমায় পেয়ে ধন্য আমি ধন্য যে আমার প্রান, তোমার তরে গেয়ে যাবো সারাটি জীবন ভালোবাসারি গান।
Stylish romantic caption Bangla
love status bangla
••✧✿”ডিয়ার”হার্টবির্ট “তাহ্✿✧•• 🌺”❛❛”তোর”ლবুকের”ლ”বা”ლ পাশের”ლ❛যায়গাটা”🌿🍂 ✧✿”আমার”ლনামে”” তুই❛লিখে”দিসლ ~🌺❛❛ কছম দিলাম 🌿🍂 ✧✿” ”আমার”ლপুরোজীবনটাহ্ლ লিখে”দিবো❛””ლতোরই নামে✿✧
🌼প্রিয়⊰💏
🥰❥তোমার ༅༎মন༅༎ খারাপের ༅༎ কারন ༅༎হতে༅༎ চাইনা༅༎!🌻💚
❥༊━হঠাৎ༅༎ মনে পড়া ༅༎ঠোঁটের কোনে༅༎মুচকি ༅༎হাসির___🌸💙
ღকারন ༅༎হতে ༅༎চাই༅༎🌻💚
🌺🦋 প্রি্ঁয়্ঁ 🦋🤩
🦋༄”!যদি কেউ হাজার কষ্ট পাওয়ার পরেও.!😘
🤗🦋সে যদি বলে আমি তোমাকে ভালোবাসি😎❤࿐ღ᭄🦋🥰
🦋༺!! তবে ভেবে নিও পৃথিবীর সেরা❣
🌺🦋 ভাগ্যবান মানুষদের—√
~🥀 মধ্যে তুমিও একজন !!🌹🌺___
═❥হাঁসি༊জিঁনিঁসঁটা༊সঁত্যিঁ༊খুঁবঁ❥অঁদ্ভুঁতঁ❥🖤
❥হাঁজাঁরঁটাঁ༊কঁষ্টঁ༊লুঁকাঁনোঁরঁ❥🌸🥀
═❥জঁন্যঁ༊এঁকঁটিঁ༊মিঁথ্যাঁ༊হাঁসিঁ”❥┼যথেষ্ট─❤️🥀
༉༆’আমি ༊ছন্নছাড়া ༊বদমেজাজি༉༎🦋
🌼༊ এটা ༊আমি ༊মানি༉༎!!🌸
༉༆’তুমি ༊মায়ার ༊বাঁধনে ༊আগলে ༊রেখো༉༎!!🌺🍁
༊আমি ༊ভালোবাসতে ༊জানি༉༎!!🥰🤍
︵❝།།💚🌺𝐈𝐭’𝐬 𝐦𝐲 𝐁𝐞𝐬𝐭 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 ☺️ლ
🌼🦋”খুব!বেশি!নয়!আমি!
অল্পতে’ই!অনেক খুশি”💚🌻
༅🙂🌸” আর প্রকৃত ভাবে আমি আপনাকে অনেক
ভালোবাসি”🌺🖤☺️🥀🌹💥
🌻
💗🥰▓ ⋆⃝⋆⃝🍁ভাঁলােঁবাঁসঁলেঁ ○☆ এঁমঁনঁ ভাঁবেঁ বাঁসোঁ ⋆⃝🍁
🦋🌺🦋 যাঁদি কখনৈা ছেঁড়েঁ যাঁওঁয়াঁরঁ কঁথাঁ মাঁথাঁয়ঁ ও আঁসে🥀🌹💥
┇💝 ⋆⋆⃝⋆⃝🍁যেন রুঁহুঁ কেঁপেঁ উঁঠঁবেঁ🥰🥰🥰
🌹🌹
___ღ۵-🦋🌺🦋
সেই মানুষটাকে জীবনে রেখে দাও🌸🥀..||
যেই মানুষটা হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে মনে রাখে🤗..||
🌻.প্রিয় সারাজীবন এইভাবে পাশে থেকো🥰
🦋🍒🦋<(𝗧𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐥𝐢𝐧𝐞!😽🦋. -༅༎
-༎• প্রিয় মানুষ তো সেই__😊
🌸🖤যে বকা দিবে,শাসন করবে,আবার চোখে পানি আসার আগেই ভালেবাসা দিয়ে ভুলিয়ে দেবে__༎•🌺🤗
︵🦋🍒
︵❛❛༎💚︵
🌺🦋🦋🌺-যে তােমার রাগ অভিমান আলাদা করে বুঝবে”😊
-সে তােমাকে দিনশেষে একবার হলেও খুজবে!”🥰🥀🌹︵❛❛༎💚🌺
love caption bangla
love status bangla
ঐ নীল আকাশে হাজারো তারার মেলা, মধ্য রাতে হলো চাদের খেলা।
শিশির জলে সকাল ভেজা, ভালোবেসে দেখো আমার প্রেমে কতোই না মজা।
মাঝে মাঝে মনে হয়, তুমি আমার সব। তোমাকে না দেখিলে হয় কষ্ট অনুভব ।
স্বপ্ন বুনি রাশি রাশি, তোমায় নিয়ে দিবানিশি
স্বপ্নের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও?
ওগো প্রিয়ো তোমার সঙ্গী করে, আমাকেও নিয়ে যাও.
কি অপরুপ সুন্দর হাসি, যেন মায়া ভরা, তোমাকে পেলে সত্যি আমি হয়ে যাবো দিশেহারা।
স্বপ্ন দিয়ে আকিঁ আমি তোমায় নিয়ে সুখেই সীমানা,
হ্রদয় দিয়ে খুজি আমি ওেগো তোমারই মনের ঠিকানা।
ভালোবাসি তোমায় এই অন্তরজুড়ে, তুমি ছাড়া বলতো থাকি কি করে।
কথায় আছে জোনাকি হলো রাতের বাতি, আর স্বপ্ন হলো ঘুমের সাথী।
মনটা হলো মায়াবী পাখি, বন্ধু তুম হলে আমার সুখ দুখের সাথী।
আকাশ সুন্দর ছিলো চন্দ্র তারায়, বাগান সুন্দর ছিলো ফুলে।
আমি সুন্দর ওগো তোমার প্রেমে, তমি যদি কখনৈা না যাও ভুলে।
মন যে আমার পাগলা হাওয়া ছুটে বেড়ায় সারাক্ষন,
তোমার কাছে বাঁধা আছি তুমি আমায় করেছো কি জাদু।
এমন প্রেমের বাঁধন দিতে কজনই বা পারে বলো,
তুমি যে আমার প্রেমের রসিক প্রেমের সাগরের জলে।
এতো ভালোবাসো আমায় তা ভেবে মরি,
কি দিয়ে তা শোধ করিবো তোমার ভালোবাসা তরি।
কল্প নাতের নও রাজা তমি তো আসল মনের রাজা, তুমি আমার মনের রাজা আমি তোমার রানি ।
খুব নিশিতে কষ্ট হলে, তুমি মাথা রেখো আমার কোলে,
তবুও যদি তোমার কষ্ট থাকে চোখ রেখো তুমি আমারি চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে আমি আছি তোমার পাশে।
Romantic Status Bangla – হৃদয়স্পর্শী ভালবাসার বাণী।
love status banglaতোমার সাথে বৃদ্ধ হওয়ার বাসনা নিয়ে, একসাথে পথ চলা শুরু করেছি।
আমি যাকে ভালোবাসি, তার হাসিটাও আমার, কান্নাটাও আমার। তার সুখ-দু:খ পুরোটাই আমার। তার সবটুকু অস্তিত্বই আমার।
আমি একবার নয়, বারবার পড়েছি তোমার প্রেমে। একবার নয়, বারবার হারিয়েছি তোমার চোখের মায়ায়।
আমার একটা জগৎ আছে, কল্পনার জগৎ। সেই জগতের পুরোটা জুড়েই শুধু তোমার বিচরণ।
কতটুকু ভালোবাসি জানতে চাও? যতটুকু ভালোবাসলে নিজেকে হারিয়ে ফেলা যায়, ঠিক ততোটুকুই ভালোবাসি তোমায়।
আমার ভালোবাসা নাই বা পেলো শব্দের ছোঁয়া। নাই বা আমি বলতে পারলাম আমার চাওয়া। তোমায় ভালোবাসি, এক অন্যরকম অনুভূতি! তোমায় দূরে থেকে দেখতে পারি, এইতো বড় পাওয়া।
love status banglaতোমায় পাবো না জানি, তবু তুমি আমার মানি। তোমার আমার ছোট্ট রাজ্যে, তুমি রাজা, আমি তোমার রাণী।
তোমার স্বপ্নগুলো, ইচ্ছগুলো যত্ন করে রেখেছি, তোমার বন্ধ ঘরের দরজা আমি খুলে দিয়েছি।
একটা চাঁদনী রাত, আমি তোমায় দিয়ে দিলাম। একটা নতুন ভোর, তোমাকে উপহার দিলাম।
love status banglaআমি হারিয়ে ফেলেছিলাম নিজেকে, তুমি খুঁজে পেয়েছো আমায়। আমি আবারও তোমাতে বিলীন, তোমার ক্লান্ত দুপুরের শান্ত নীরালায়।
best love caption
love status banglaকতো গল্প, কতো কবিতা লিখেছি, শুধুই তোমাকে শুনাবো বলে। আমার গানের প্রতিটি লাইন, শুধু তোমার কথাই বলে।
ভালোবাসি বলে পাগল বলো আমায়। তুমি তো পাগলামি দেখোইনি আমার। তুমি থাকলে করবো পাগলামি। আর না থাকলে মাতলামি
সহস্র শব্দ দিয়েও আমি তোমার সৌন্দর্যের বর্ণনা করতে পারবনা। তুমি অপরুপ, অমায়িক।
ভালোবাসি শব্দটা ভালোবাসা বুঝাতে যথেষ্ট নয়। ভালোবাসি বুঝাতে চোখের ভাষাই যথেষ্ট, মুখের ভাষা নয়।
তোমায় এক ঝলক দেখলেই, মুহুর্তেই আমার সব কষ্ট শেষ হয়ে যায়।
আমার জীবনে আর কোন পুরুষ আসবেনা, যাকে আমি ভরসা করে পথ চলতে পারি।
love status bangla love status bangla
love status banglaআবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।
ভালবাসা হল, বিসর্জন,নিজেকে বিলিয়ে দেয়া, উজার করে দেয়া কারু জন্যে ।
ভালবাসা হল,মনের মাঝে কারু ছবি একে রাখা, তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা,ভালবেসে যাওয়া ।
ভালবাসা হল,বেচে থাকার আশায় বেচে থাকা, যে বেচে থাকার আশা জাগায়, তাকেই ভালবাসা, তার কাছেই নিজেকে সপে দেয়া ।
love status banglaভালবাসা কোন ওয়াদা রক্ষা নয় । ভালবাসা হল, কারু প্রতি বিশ্বস্ত থাকা ।
শুধু তাকেই ভালবাসি,এ বিশ্বাসেই তার হাতটা ধরা । তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়,তার স্বপ্ন গুলোকে পুরন করা । মাইলের পর মাইল এক সাথে হাটে যাওয়া, কিংবা ঘণ্টার পর ঘন্টা কারু জন্যে আপেক্ষার নাম ভালবাসা নয় ।
ভালবাসা হল, হৃদয়ের সাথে মিশে থাকা, কারু অস্তিত্তের উপস্থিতি নিজের মাঝে ধারন করা । নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা, তার ছোট থেকে ছোট চাওয়া গুলো, পুরন করার আস্থিরতা, তার ভালমন্দ সবখানেই নিজেকে খুজে পাওয়া ।
ভালবাসা হল, কাউকে দেখার ইচ্ছাই, মনটা ব্যাকুল হয়ে উঠা, তার ভাবনাই জেগে থাকা, নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এটে দেয়া আর সব থেকে বড় কথা ভালবাসা হল, সারাটা জীবন তার পাসে থাকা..
আর সব প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবারও আসে না। প্রেম জীবনে বহুবার বহুরুপে আসে।
তুমি যদি ভালবাসো মন থেকে যেখানে থাকেনা দৈহিক চাহিদা প্রথম শর্ত, যেখানে ভালবাসার ভবিষ্যত নির্ভর করে না লাভ ক্ষতির হিসেবের উপর সেখানে ভালবাসা কোন ভাবেই শুধু সময়ের উপর নির্ভর করতে পারেনা। মিথ্যে সার্থে ভরা তিন বছরের ভালবাসাও অর্থহীন তিন দিনের সত্যিকার ভালবাসার কাছে।
love status bangla
ভালবাসা ভালবাসাই এবং এর অনুভুতি সবসময়ের জন্য একই । সময় এখানে একমাএ অথবা প্রধান কারন নয়। বাস্তবতার বেড়াজালে যখন ভালবাসার মানুষ দুজন একে অন্য থেকে হয় বিচ্ছিন্ন, যখন মনের হাজার ইচ্ছাও দুটি মানুষকে রাখতে পারেনা কাছাকাছি তখন কিন্তু তাদের মধ্যে তীব্র বেদনার তৈরী হয়। কন্তু এই বেদনাটাকে যদি আমরা বিশ্লেষন করি তাহলে কি দেখতে পাই? দেখতে পাই যে তারা একজন আর একজনকে খুব মিস করতেছে, মিস করতেছে তাদের হাসি,কান্না,খুনসুটি। হয়ত তারা চোখও মোছে মনের মানুষের কথা ভেবে। আবার তাদের নির্মল আনন্দের উপলক্ষ্য এই কষ্টময় বেদনাটুকুই। তারা এটা ভেবে খুশি হয় যে তার ভালবাসার মানুষটি তাকে কত মিস করতেছে, তাকে নিয়ে কত ভাবতেছে, তার জন্য কথা জমিয়ে রাখতেছে। তারা ভেবে খুবই পুলকিত হয় যে তারা একজন আরএকজনকে কত ভালবাসে।
love status banglaসত্যি বেদনাও মানুষকে আনন্দ দিতে পারে, দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ আর এই আনন্দই দুটি মানুষকে করে আরো রঙ্গিন ভালবাসা করে আরো পরিণত।
ভালোবাসা মানে সম্পর্ক, মানুষে মানুষে বিশ্বাসের ভিত্তি। ভালোবাসার অনেক রূপ। যেমন ভাই-বোনের ভালোবাসা, বাবা-মায়ের ভালোবাসা। পরিবারে একটা পশুর প্রতিও ভালোবাসা হতে পারে। যেমন অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, অ্যাকুরিয়ামে মাছ রাখে, পাখিকে কথা বলতে শেখায়। এ সবকিছুই ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ কেউ ভালোবাসা থেকে গাছ লাগায়, গাছের পরিচর্যা করে। মানুষের প্রতি গাছের ভালোবাসা আছে কিনা জানি না। হয়তো আছে।একটার পাশে গিয়ে তুমি পরিচর্যা করছ, খোঁজ নিচ্ছ দেখবে সেটি তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। অন্যটির কোনো খোঁজ নাওনি। তাই সে বেড়ে উঠছে না। এটা কিন্তু পরীক্ষিত। এর থেকেই বোঝা যায় গাছেরও অনুভূতি আছে। ভালোবাসা শুধু নর-নারীর প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেই ভালোবাসার প্রকাশ ঘটে। একজন রাজনীতিবিদকে মানুষ ভালোবাসে। তাকে হয়তো সামনাসামনি কোনোদিন দেখেওনি। তবুও ভালোবাসে। কেন? শ্রদ্ধাবোধ থেকে!
love status banglaএকেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ তো একেক রকম। কারওটা সফট। কারও বেলায় খুবই অ্যাংরি কারওটা কখনও কখনও স্বেচ্ছাচারিতার পর্যায়েও পড়ে। সে অধিকার খাটায়।
ভালোবাসার ঘনত্ব বেশি হলেই সেটাকে প্রেম বলা যায়। উদাহরণ দিয়ে বলি। একটি মেয়েকে আমার ভালো লাগে, তাকে ভালোবাসি। এই অনুভূতি যখন গাঢ় হয় তখন সেটাকে প্রেম বলা যেতে পারে।
বাংলা প্রেমের উক্তিগুলি ভালো লেগে থাকলে নিয়ে একতরফা ভালোবাসা লেখা উক্তি সমূহ পড়তে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
অবহেলা নিয়ে ভালোবাসার স্ট্যাটাস
love status bangla
love status bangla
অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস
যা একটা জীবিত মানুষেকে তিলে তিলে শেষ করে দেয়।
সত্যি কারো অবহেলা সহ্য করার মতো নয়!
আর সেটা যদি হয় ভলোবাসার মানুষটি!
তাহলে তো বেচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়!
কিছু মানুষ কখনোই বুঝবে না,
তাদের ব্যবহার আর তাদের কাছ থেকে পাওয়া অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি!
আমি মনে করি যারা অবহেলা করে তাদের কাছ থেকে দুরে থাকাই শ্রেয়।
পৃথিবির সব কিছু সহ্য করা গেলেও
ভালোবাসর প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যাওয়াটা কখনো সহ্য করা যায় না।
কিছু কিছু মানুষ আছে যারা অবহেলা করতে ভালোবাসে,
কিন্তু তারা এটা বোঝেনা কাউকে অবহেলা করলে তার ভিতরে কতোটা পরিমান কষ্ট হয়।
সত্যিই মানুষটির কাছ থেকে অবহেলা সহ্য করা যায় না,
আমিও একটা সময় ভালোবাসার মানুষটার অবহেলার পাত্র ছিলাম।
প্রিয় ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া একটি অবহেলা,
মৃত্যুর যন্ত্রণা থেকে ও অনেক বেশি কষ্ট দায়ক।
যারা সত্যি কারের তোমাকে ভালোবাসে তারা যে কখনো অবহেলা করতে পাড়ে না,
এইটা আসলে তোমার বোঝার ভূল ছিল।।
আসলে বেঈমান মানুষ গুলো কখনো কিছুই মনে রাখেনা,
আর স্বার্থপর মানুষ গুলো কখনো ভালোবাসার মুল্য বুঝেনা,
love status bangla
love status bangla“চট করে প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না, অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।- হুমায়ুন আহমেদ “
“Chot kore preme pore jaoa kono kajer kotha na, oti rupobotider karo preme porte nei, onnora tader prem e porbe tai niom.- Humayun Ahmed”
“আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে। - হুমায়ুন আহমেদ “
“Alo tuku tomai dilam, chaya thak amar kache .- Humayun Ahmed”
“পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা – হুমায়ুন আহমেদ “
“Prithivir Shrestho Upohar hoche valobasa - Humayun Ahmed”
“সারাজীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারেনা, আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে।- হুমায়ুন আহমেদ “
“Sarajibon Pasapasi thekeo ek somoy ekjon onnojon ke chinte pare na, aabar emono hoi ek poloker dekhai eke onnoke chine fele.- Humayun Ahmed”
“একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায়টা হচ্ছে, তার স্বপ্নটা জানা। – হুমায়ুন আহমেদ “
“Ekjon manushke sottikarvabe janar upai ta hoche tar sopno ta jana. - Humayun Ahmed”
“ভালোবাসা কারও জন্য দীর্ঘ প্রক্রিয়া, আবার কারও জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান। – হুমায়ুন আহমেদ “
“Valobasa karo jonne dirgho pokriya, aabar karo jonne solpo, kintu koshto dutotei soman. – Humayun Ahmed”
“যে রাগের সাথে ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ আরও বাড়িয়ে দেয়। - হুমায়ুন আহমেদ “
“Je raager sathe valobasa mesano thake, sei raag meyeder rup aro barie dei.- Humayun Ahmed”
প্রিয় মানুষের অবহেলা কবিতা উক্তি ও ক্যাপশন
love status banglaকাউকে অবহেলা করলে কতোটা কষ্ট হয়, তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে,সেদিন তোমার মনে পড়বে আমাকে দেওয়া কষ্টগুলো।
অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কতোটা সাংঘাতিক ,অবহেলার মাত্রা সারিয়ে গেলে মানুষ কতটা ভয়াবহ হয়।
কাউকে এতোটা অবহেলা করো না, যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়,তখনই বুঝবে পাশে থাকার মানুষটা কতটা বদলে গেছে।
কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারাজীবন ভালো থাকতে পারবে না, সারা জীবন তোমাকে এয়ার মাসল গুনতে হবে।
অবহেলা মানে জীবন শেষ নয়..!! একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়,যে মানুষটা তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে একমাত্র সেই বুঝে অবহেলা কতটা ভয়াবহ হয়ে থাকে।
কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে, আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো,এতে করে যে তোমাকে সত্যিকার অর্থে ভালবেসেছে তাকে কাছে নিয়ে এতটা অবহেলা করা মটোর উচিত না।
love status bangla স্ট্যাটাস ও ক্যাপশন
আমার প্রতি তোমার অবহেলা
love status bangla
আমার প্রতি তোমার অবহেলা, অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মত, বিনা অশ্রুতে কান্নার মত,পহেলা মানে জীবন শেষ না একজনের কাছে মূল্যহীন হতে পারি সবার কাছে না আমার প্রতি তোমার এত অবহেলা এটা তুমি এখন বুঝতে না পারলে বুঝবে ঠিক একদিন।
অবহেলা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন
love status bangla
১. প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে, তাওপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও,এই যেটার মধ্যেই লুকিয়ে থাকে কতটা কষ্ট যাদের কাছ থেকে আমি পেয়েছি।
— মাহাত্মা গান্ধী
love status bangla
২. সবচেয়ে অবহেলিত ব্যাক্তিই মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যাক্তি হিসেবে পরিচিত হয় যেকিনা সেটার জন্য লড়াই করতে চায় না,শেষ দেখা যায় লড়াইতে তাকে করতে হচ্ছে।
— থমাস হোবস
love status bangla
৩. দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে, তখন বুঝতে হবে যে সে আসলে বন্ধুই ছিল না,শুধু অভিনয় করে গিয়েছে,এদের কাছ থেকে দূরে থাকাই ভালো কারণ তারা আমার ভালো কখনোই চাইনি।
— ভল্টায়ার
love status bangla
৪. একা থাকাকে একাকিত্ব বলে না,সবার কাছে অবহেলিত হয়ে খেয়াল রাখার কাউকে না পাওয়াকে একাকিত্ব বলে,এই জীবনটা বোঝা কতই না কঠিন কেউ কাছে আসে তাদের স্বার্থ পূরণ করার জন্য কেউবা আসে তাদের নিজের খেয়াল খুশি মতো এসো সবাই চলে যায়।
— ইপিকিউরাস
love status bangla
৫. সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটিই আজ অবহেলা করে,এই হাসিটাই ছিল তার শয়তানি কষ্ট দেওয়া তোমাকে কষ্ট দেওয়ার জন্যই এই হাসিটা এটা তুমি কবে বুঝবে যখন বুঝবে তখন হয়তো তোমার কাছে ওই সময়টাই থাকবে না তাকে জবাব দেওয়ার মতো।
— আলবার্ট ক্যামাস
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.