ভারতের সেরা ক্যান্সার হাসপাতাল || Best Cancer Hospital in India 2021



ভারতের সেরা ক্যান্সার হাসপাতাল , Best Cancer Hospital in India 2021

ঘাতক ব্যাধী ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা সারাবিশ্বেই বাড়ছে। স্তনক্যান্সার, ত্বকক্যান্সার, কোলনক্যান্সার, মূত্রস্থলীরকান্সার, পাকস্থলীর ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। তামাক সেবন, মদ্যপান, স্থূলতা, অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত খাবার সাধারণত ক্যান্সারের জন্য দায়ী। অন্যান্য আরো অনেক কারণের মধ্যে ব্যায়াম না করা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণেও ক্যান্সার হয়ে থাকে।

বিশ্বের যে কয়টি দেশে এই ক্যান্সারের প্রদুর্ভাব বেশি তার মধ্যে অন্যতম ভারত। দেশটিতে প্রতিবছর প্রায় ৭ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। আর এই সংকট মোকাবেলায় দেশটিতে গড়ে উঠেছে বেশকিছু ক্যান্সার নিরাময় হাসপাতাল।

বাংলাদেশেও প্রতিবছর অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এদের বড় একটা অংশই চিকিৎসা ও সচেতনার অভাবে মারা যায়। অনেকের চিকিৎসা করানোর মতো সামার্থ্য থাকা সত্ত্বেও ভালো চিকিৎসা কেন্দ্র সম্পর্কে জানা শোনা না থাকায় মৃত্যুবরণ করেন। তাছাড়া বাংলাদেশের এখন অনেক মানুষই চিকিৎসা নিতে পার্শ্ববর্তী দেশ ভারতে যান। এরকম যারা ভালো কোনো ক্যান্সার নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে চান, তারা চাইলেই ভারতের সেরা ক্যান্সার নিরাময় হাসপাতালে যেতে পারেন।

ভারতের যেসব ক্যান্সার হাসপাতাল রয়েছে সেসবের মধ্যে সেরা ৫টি হাসপাতালের তালিকা করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নিচে সেগুলোর পরিচিতি তুলে ধরা হলো-

এক. অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সমস (এআইআইএমএস)

ভারত সরকার পরিচালিত এআইআইএমএস নয়াদিল্লির আনসারি নগরে (পূর্ব) অবস্থিত। হাসপাতালটি বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। এখানে ভারতের অভিজ্ঞ ও দক্ষ ক্যান্সার চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন।

ঠিকানা : আইআরসিএইচ, এআইআইএমএসক্যাম্পাস, আনসারিনগরপূর্ব, নয়াদিল্লি-১১০০২৯।
ওয়েবসাইট : http://www.aiims.edu/en.html.
ফোননম্বর : +91-11-26588500 / 26588700.
ফ্যাক্স : +91-11-26588663 / 26588641.



দুই. রাজিব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চসেন্টার (আরজিসিআইআরসি)

ভারতের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটি নয়াদিল্লির রোহিনিতে অবস্থিত। ক্যান্সারের অন্যান্য চিকিৎসার সঙ্গে মেডিকেল, সার্জিকেল ও রেডিয়েশন অনকোলজির সেবায় এদের আদালা বিশেষত্ব রয়েছে।

ঠিকানা : রাজিব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার, সেক্টর ৫, রোহিনি, দিল্লি ১১০০৮৫।
কিংবা চাইলে দেখে নিতে পারেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট : http://www.rgcirc.org/
ফোননম্বর : +91 11 4702 2222।



তিন. ধরমশিলা ক্যান্সার হাসপাতাল

ভারতের পূর্ব দিল্লিতে ধরমশিলা ক্যান্সার হাসপাতালের অবস্থান। অন্যতম সেরা এই হাসপাতালটি উচ্চমানের সেবা প্রদান করে থাকে। রয়েছে আধুনিক সব ব্যবস্থা।

ঠিকানা : ধরমশিলা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ধরমশিলা রোড, বসুন্ধারা এনক্লুভ, নেয়ার নিউ অশোক নগর মেট্রোস্টেশন, নয়াদিল্লি, দিল্লি ১১০০৯৬।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটি : http://www.narayanahealth.org/patients/locations/Delhi
ফোননম্বর : +91 1860 208 0208



চার. অ্যাপোলো ক্যান্সার হাসপাতাল

নয়াদিল্লির সারিতা বিহার এলাকায় অবস্থিত হাসপাতালটি সাইটোলজি, হেমাটোলজি, ক্লিনিক্যাল জেনেটিক্স প্যাথলোজি, ফ্লোসাইটোমেট্রি, হাইপারবারিক অক্সিজেন ইউনিট, হিস্টোপ্যাথলজিসহ ক্যান্সারের বিভিন্ন সেবা দিয়ে থাকে।

ঠিকানা : অ্যাপোলো ক্যান্সার হাসপাতাল, সারিতা বিহার, দিল্লি-মথুরারোড, নিউ দিল্লি-১১০০৭৬। হাসপাতালের ওয়েবসাইট : http://www.apollohospitals.com/Cyberknife/contact_us.html
ফোননম্বর : +91 44 2433 4455।



পাঁচ. ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল

বিভিন্ন পুরস্কার প্রাপ্ত এই হাসপাতালটি নয়াদিল্লির সাকেটে অবস্থিত।

ঠিকানা : ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রেস এনক্লুভরোড, সাকেট, নয়াদিল্লি-১১০০১৭।
ওয়েবসাইট : https://www.maxhealthcare.in/hospital-network/max-super-speciality-hospi...
ফোননম্বর : +91 11 2651 5050
ভারতের সেরা ক্যান্সার হাসপাতাল, Best Cancer Hospital in India 2021



বি.দ্র: উল্লেখিত হাসপাতালগুলোর সাথে আমাদের কোন যোগাযোগ নেই এবং আমরা এই ঠিকানা গুলো ইন্টারনেট থেকে জোগাড় করেছি।

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবফেসবুক পেইজটি ফলো করুন করুন।

Post a Comment

0 Comments

Update Posts

স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভুমিকা রচনা ১০০০ শব্দ
তালিবানি মুখোশ খুলে ঝাঁঝরা হয়েছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায় লাভ জেহাদীর, মাধ্যমে ধর্মান্তরিত হয়ে নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মারা গেছে এরকম দশটি কাহিনী
Disclaimer
১০টি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল  10 best cancer hospitals in Ban...
১০ বছরে মাধ্যমিক, ১৬-তে ইঞ্জিনিয়ার, ক্যাটও পাশ করে ফেলল এই কিশোরী!
Top 14 Best Paying CPC/PPC Ad Networks
100% Proof - How to Get Back Suspended YouTube Channel Bangla - 100% Solution
Keyboard shortcuts for Windows
ইবনে সিনা হাসপাতালের ডাক্তার লিস্ট | Ibn Sina Hospital Dhanmondi Doctor ...
Goutom buddho biography গৌতম বুদ্ধের জীবনী গৌতম বুদ্ধের জীবনের বিস্ময়কর অজানা তথ্য  ইতিহাস জেনে নিন