1.ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য
2.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী
3.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা
4.মেঘনাদ বধ কাব্যে সর্গঃ ৯টি
5.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
উঃ মহাকবি আলাওল।
6.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?
উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
7.‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দর আবু জাফর।
8.‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ সিকান্দার আবু জাফর।
9.‘প্রেমের সমাধি’র রচয়িতা কে?
উঃ মোহাম্মদ নজীবর রহমান।
10.‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন।
11.‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
12.‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
13.‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ অন্নদাশঙ্কর রায়।
14.‘পলাশীর যু্*দ্ধ’ গ্রন্থের লেখক কে?
উঃ নবীন চন্দ্র সেন।
15.‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বুদ্ধদেব বসু।
16.‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল হাকিম।
17.‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে ?
উঃ মানিক বন্দোপাধ্যয়।
18.‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
19.‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উঃ গ্রামীন জীবন।
আরো জানুন:PC Keyboard Shortcuts
20.‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
21.‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
22.বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
23.‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
24.‘বেদান্ত চন্দ্রিকা’ ও ‘প্রবোধ চন্দ্রিকা’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
25.শায়ের কারা?
উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়।
26.পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে ?
উঃ ফকির গরীবুল্লাহ।
27.উল্লেখযোগ্য শায়েরের নাম কি?
উঃ ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।
28.পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?
উঃ আরবী, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।
29.কালুগাজী ও চন্দ্রাবতী কোনধরনের সাহিত্য?
উঃ পুঁতি সাহিত্য।
30.কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন ?
উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
31। আবদুল্লাহ উপন্যাসঃ কাজী ইমদাদুল হক
32। অরন্য গোধুলী কাব্যঃ বন্দে আলী মিয়া
33।বটতলার উপন্যাসঃ রাজিয়া খান
34। নজরুল ইসলামের দারিদ্র কবিতাঃ সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত
35।চিলেকোঠার সেপাইঃ আখতারুজ্জামান ইলিয়াস
36। শান্তিধারাঃ এয়াকুবআলী চৌধুরী
37।বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাঃ চন্ডীদাস
38.ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।
39.‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ জিঞ্জির।
40.‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মশার্রফ হোসেন।
41.‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।
42.‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এররচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
43.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
44.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
45.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।
46.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
47.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
48.‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
49.‘কড়ি দিয়ে কিনলাম’
উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
50.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
51.‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
52.‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?
উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
53.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
54.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
55.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন।
56.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
57.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
58.‘কবর’ নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।
59.‘কবর’ নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
60.‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
61.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
62.‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী
63.‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে.?
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.