BangladeshTelephone Number: 9131901 (Master line)Fax : 880-2-9129971E-mail: admin@samoritahospital.orgWeb: www.samoritahospital.org
হাসপাতাল ভবন
হাসপাতালটি ১২ তলা বিশিস্ট ভবনে অবস্থিত। তলাগুলোতে রোগীদের নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য রয়েছে ৩টি লিফট।
রোগী ভর্তি
রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি জন্য অনুরোধ করেন। রোগী চাইলে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়। হাসপাতালে রোগী ভর্তির জন্য যোগাযোগ করতে হয় এডমিশন ডিপার্টমেন্ট, টেলিফোন নং- ৯১৩১৯০১, এক্স: ১০০ এবং মোবাইল নং ০১১৯০-১১২৯৫৭। এটি ছুটির দিন সহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে।
রুম বা সিট সংক্রান্ত তথ্য
হাসপাতালে মোট আসন সংখ্যা ১৬০টি। মোট কেবিন ৯৩টি এবং ওয়ার্ড রয়েছে মোট ৫টি।
বিভিন্ন ক্যাটাগরীর রুম বা সিট রয়েছে যা নিম্নরূপ:
- কেবিন বা সিট ভাড়ার সাথে ২.২৫% ভ্যাট পরিশোধ করতে হবে।
- কেবিন বা সিট ভাড়ার সাথে খাবার মূল্য অন্তর্ভূক্ত রয়েছে।
- এখানে অতিরিক্ত টাকা বা মূল্যবান জিনিষপত্র রাখা নিষেধ।
- কেবলমাত্র VIP এবং AC কেবিনগুলোতে রোগীর স্বজনদের থাকার জন্য পৃথক বিছানা করার ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে স্যাটেলাইট চ্যানেল সমৃদ্ধ টেলিভিশন রয়েছে।
বিল পরিশোধ পদ্ধতি
হাসপাতালে ভর্তির জন্য রোগীকে নগদ টাকা এডমিশন অফিসে জমা দিতে হয়। হাসপাতালের বিল চেক, ক্রেডিট কার্ডে পরিশোধযোগ্য। সার্জারি রোগীদের ১০,০০০ টাকা (কম-বেশি) আলাদা জমা দিতে হয়।
দর্শনার্থী
দর্শনার্থীরা সকাল ১০.৩০টা থেকে বেলা ১২.৩০টা পর্যন্ত এবং বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত হাসপাতালে রোগীর সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে (ICU) ইউনিটে দর্শনার্থির প্রবেশ নিষিদ্ধ। হাসপাতালে অবস্থানরত রোগীকে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষকে দর্শনার্থীর সংখ্যা জানিয়ে দিতে হয়। শুক্রবার এবং অন্যান্য ছুটির দিন ব্যতীত সাধারন দর্শনার্থি হিসেবে ১২ বছরের নিচে শিশু নিয়ে হাসপাতালে ঢোকা নিষেধ। স্ট্রোক ইউনিটে দর্শনার্থীদের প্রবেশ সময় সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকাল ৪.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত।
রোগীর ছাড়পত্র
ডাক্তার রোগীকে সুস্থ মনে করলে রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। হাসপাতাল ছাড়ার পূর্বে সমস্ত খরচ পরিশোধ করতে হয়।
কাউন্সেলিং
প্রতিদিনই হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, চিকিৎসক, নার্স এবং ব্রাদারগন রোগীকে সময় অনুযায়ি পর্যবেক্ষণ করে থাকেন। ডাক্তার রোগীকে অন্য কোন বিশেষজ্ঞকে দেখানোর প্রয়োজন মনে করলে একটি রেফারেন্স লেটার ইস্যূ করা হয়। রেফারেন্স লেটার রিসিপশনে দেখালে সেখানে রেফারেন্সকৃত ডাক্তারের লিষ্ট থেকে টেলিফোন, ঠিকানা এবং রোগী দেখার সময় জানিয়ে দেয়া হয়।
এ্যাম্বুলেন্স সার্ভিস
হাসপাতালের নিজস্ব মালিকানাধিন ২টি এবং ব্যক্তি মালিকানাধিন ২টি সহ মোট ৪টি এ্যাম্বুলেন্স রয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ৯১৩১৯০১, এক্স: ১০০ এবং ০১১৯০-১১২৯৫৭ নম্বরে যোগাযোগ করতে হয়।
এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস
বহির্বিশ্বের চিকিৎসা পেতে এয়ার এ্যাম্বুলেন্সে রোগী পরিবহনে সমরিতা হাসপাতালের সাথে The SOS International এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রোগী চাইলে এয়ার এ্যাম্বুলেন্স সুবিধা পেতে (২৪ ঘন্টা) হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
বহির্বিশ্বের অন্যান্য হাসপাতালের সাথে যোগাযোগ
বহির্বিশ্বের অন্যান্য হাসপাতালের চিকিৎসা সেবা পেতে শমরিতা হাসপাতালের সাথে
East Shore Hospital, Singapore; Gleneagles Hospital, Singapore; Mount Elizabeth Hospital, Singapore; Gleneagles Medical Centre, Penang; Gleneagles Intan, Kuala Lumpur; RS Siloam Gleneagles, Jakarta; RS Gleneagles Medan, Indonesia; RS Budi Mulia Gleneagles, Surabaya; Duncan Gleaneagles Hospital, Calcutta; Gleneagles Colombo, Sri Lanka; The Heart Hospital, London এর সাথে ভালো যোগাযোগ রয়েছে।
নিবেদিত ডাক্তার ও নার্স
এখানে রোগীদের জন্য রয়েছে ১০০ জনের বেশি কনসালটেন্ট এবং ২৫ জন বিশেষজ্ঞ। এছাড়া হাসপাতালে ৩০ জন ডাক্তার সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ৩টি শিফটে তারা দায়িত্ব পালন করেন। প্রতি শিফটে ১০ জন ডাক্তার রয়েছেন। এখানে ১২ জন ডাক্তারের চেম্বর রয়েছে।
এখানে ১৪৫ জন নার্স এবং ওয়ার্ড বয় রয়েছে। তন্মধ্যে প্রশিক্ষন প্রাপ্ত নার্স হচ্ছে ১০৭ জন। এছাড়া ওটিতে ১০ জন নার্স রয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা
এখানে বিভিন্ন প্যাকেজে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্যাকেজসমূহ নিম্নরূপ:
Comprehensive Health screening Packages:
Health Screening for Men
Health Screening for Women
অনুসন্ধান ডেস্ক
হাসপাতালের অনুসন্ধান ডেস্কটি সম্মুখ দরজার পাশে অবস্থিত। জরুরী প্রয়োজনে ০১৭১১৬০০৯২৫ নম্বরে যোগাযোগ করতে হয়। হেল্প ডেস্কে রয়েছে ৩ জন, ভর্তি ডেস্কে রয়েছেন ৪ জন এবং অনুসন্ধান ডেস্কে রয়েছেন ৩ জন।
ফার্মেসী
হাসপাতালের নিজস্ব ফার্মেসী রয়েছে। এখানে রোগী সহজেই যেকোন ঔষধের প্রয়োজনে সংগ্রহ করতে পারেন। এছাড়া আশেপাশে আরো ঔষধের দোকান রয়েছে।
গাড়ী পার্কিং
এখানে গাড়ি পার্কিংয়ের জন্য নিজস্ব পার্কিং প্লেস রয়েছে। এখানে ৩০টির বেশি গাড়ি পার্ক করা যায়।
অগ্নিনির্বাপন এবং নিরাপত্তা ব্যবস্থা
এখানে অগ্নি নির্বাপনের ফায়ার এক্সটিনগুইশার ছাড়াও ব্যাপক প্রস্তুতি রয়েছে। হাসপাতালের নিরাপত্তার জন্য নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি রয়েছে।
Prof. Dr. Saleha Begum ChowdhuryDr. Nargis Murshida BanuMBBS (Mymensigh Medical College), MCPS (OBS and Gynae), DGO (OBS and Gynae)Professional consultant in the field of Gynae ObstetricsDr. Nasima Arjuman BanuMBBS (Dhaka Medical College), FCPS (OBS and Gynae)consultant of obstetrics and gynecologyDr. Laxmi SahaMBBS (Chittagong Medical College), FCPS (Gynae and OBS),MPH, Clinical Fellow Infertility (Singapore)Obstetrics and GynaecologyDR. (LT. COL) MUHAMMED YOUSUFMD, GyneDr. Supratim HowladerM.B.B.S. , MS (Pediatric Surgery)Specialist in Pediatric SurgeryProfessor Dr. Md. Mohsen ChowdhuryHepatobiliary Pancreatic SurgeonPROF. MD. ABUL KALAMMBBS, FCPS, MDPROF. SALIMUR RAHMANHepatology, Internal MedicineProf. Dr. Anup Kumar SahaMBBS (Dhaka Medical College), FCPS (Medicine), MD (Internal Medicine), FACP (America)Internal Medicine SpecialistDr. Mostaque HossainMBBS (Rajshahi Medical College),MD (Internal Medicine)Dr. Mehruba Alam AnannaMedicine, Diabetology, NephrologyProf. Dr. Kamal Sayeed Ahmed ChowdhuryM.B.B.S. , F.C.P.S. , M.A.C.P.Specialize in Medicine.Dr. Md. Kamrul AlamMBBS , MSDr. A.K.M. Zahid HossainMBBS (Sylhet Medical College), MS. (Paediatric Surgery). 2003veteran consultant, Paediatric surgery and Neonatal SurgeryDr. Parveen AktherMBBS (DMC), DCH (DU), MCPS (BCPS)Child Specialist and NeonatologistDr. Tofazzal Hossain KhanMBBS (Rangpur Medical College), FCPS , MD (Neonatology)Dr. S.A.M. Golam KibriaMBBS (Sylhet Medical College), FCPS (Surgery), FCPS (Urology) from PakistanDr. Md. Abrar KaiserMD in cardiologyDr. F.H. Chowdhury.MBBS (SSMC), FCPS(Surgery), MS (Neurosurgery)DR. MD. Moajjam Hossain TalukderM.B.B.S. , MS (Neurosurgery)neuro surgeon & spinal surgeonProf. (Brig.Gen) Abdur Rahman Siddiqui, Retd.MBBS (Dhaka Medical College), M.D. (Medicine), FCPS , FRCP (Glasgow), Fellowship in Neurology (PAK)Consultant of NeurologyDr. Md. Jamal UddinMBBS (Mymensingh Medical College)Dialysis and VascularDr. A.T.M. KhaliquzzamanMBBS (Dhaka Medical College), D.ORTH (AUST), F.A.O (SWISS)Trauma and OrthopaedicsDr. Md. Zonaid RahimMBBS (Rangpur Medical College), DLO, Post graduate degree in Audiology.Ear, Nose and Throat (ENT)Prof. Dr. Md. Margub HossainMBBS (Dhaka Medical College), FCPS , BCPS, MHPEd (University of New South Wales, Sydney)General and Laporoscopic surgeryDr. Md. Mafizur RahmanMBBS (Chittagong Medical College), MD (Dhaka University)OncologyProf. (Dr.) Md. Mahbubur RahmanMBBS, FCPS, FACPspecialist in haemato- OncologyDR. P.K. SahaM.B.B.S.(Rajshahi Medical College), M.S.(BSMMU), FMAS, DMISLaparoscopic surgeonDr. Syed Khalid HasanMB.B.S. (Applied Health Sciences CTG under University of Chittagong)Laparoscopic and Colorectal SurgeonProf Dr. S.M. Khorshed MazumderM.B.B.S. , F.C.P.S. , MS, F.R.C.SENT & Head Neck specialist surgeonDr. Jebun NessaM.B.B.S. M.Dspecialist in Physical Medicine and rehabilitation.Prof. Dr. Sarwar AlamMBBS (Rangpur Medical College), DIH (NIPSOM), MPhil (Radiotherapy)OncologyDr. Saifuddin Ahmed (Sajib)MBBS ( Chittagong medical college), PHD ( Japan), CCD (BIRDEM)Consultantof DiabelogyDr. M.H. Shahryer SabetMBBS (Chittagong Medical College), FCPS, MD (USA), Fellow, State university of New York, USAConsultant of NeurosurgeryDr. A.B.M. KawserMBBSDermatology and VenerologyDr. Jahanara PervinMBBS (Dhaka Medical College), FCPS (Paediatrics)Consultant of paediatricsProfessor M.A. SamadMBBSD-Ortho and M.S in OrthopaedicsProfessor R.A Chowdhury PervezMBBS (Dhaka Medical College), FCPS (Surgery)Consultant of General and Laparoscopic surgery(He is the Honorable vice Chairman of Samorita Hospital)S N SHAMPAMSC (DU), BSC(Hons, Nutrition), MSC (Nutrition), PGCC, NIN, ICMR (India)Dr. Md. Fidah HossainMBBS (Rangpur Medical College), M.S. (CV and TS)vascular surgeryDr. Iftekhar HossainBDS (DU), PGT (B.S.M.M.U), MPH (NIPSOM)Consultant in the dental department.Dr. Nusrat Jahan SumiBDS (Bangladesh Dental College), PGT (S.S.H), CPR (DMCH), MPH (Incourse, NIPSOM)Consultant in the Dental departmentDr. A.H.M. Rezaul HaqueMBBS (MAG Osmani Medical College), MS (Orthopaedic Surgery), Fellow in Sports Medicine (Singapore)Orthopedic surgeryDr. Md. Zahidur RahmanMBBS (Rajshahi Medical College), Diploma (Orthpaedics), Master (Orthopaedics), Fellowship (Spine surgery, Thailand)Orthopaedic surgeryDr. Abu Taher Md. AshaduzzamanMBBS (Rangpur Medical College), FCPS (Surgery)Laproscopy and general surgeryDr. Sultana AlginMBBS (Chittagong Medical College), FCPS (Psychiatry)Working in the field of PsychiatryVisiting fee:1000BDTDr. Mojibur Rahman KhanMBBS (Chittagong Medical College), FCPS (Radiotherapy)oncologyProf (Brig. Gen.) M. Anwar HossainMBBS (Sher-E- Bangla Medical), D.O (Dhaka University), FCPS (BCPS)OphthalmologyDr. Nafia Farzana ChowdhuryMBBS (Sylhet Osmai Medical College), MD (Psychiatry), BSMMUConsultant of PsychiatryDR. A. H. HAMID AHMEDMBBS, MD, ASSOCIATE PROF, BSMMUMOB- 01711-689609, R-08(E), TIME: 6 PM – 9 PMDR. (BRIG. GEN.) SHAFIQUL ALAMMD, ENTPROF. M. N. ALAMMD, ENTDR. (BRIG. GEN.) A R SIDDIQUEMBBS, MD, ENT
#SamoritaHospital Ltd. Location Phone Address
বিআরবি হাসপাতাল, শমরিতা হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, পপুলার, গ্রীন লাইফ হসপিটাল, স্কয়ার হসপিটাল,; কেয়ার হসপিটাল, স্কয়ার হাসপাতাল, সিটি হাসপাতাল পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ, রিপোর্ট বারডেম, মিটফোর্ড কার্ডিয়াকsamorita hospital emergency number, samorita hospital cost, samorita hospital hotline number, samorita hospital mobile number, samorita hospital owner dr shampa samorita hospital, samorita hospital gynecologist, dr samad samorita hospita
1 Comments
Doctor Address
ReplyDeleteThank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.