তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |

তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র |

 আনন্দবাজারের সাংবাদিক এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করছিলেন - ' অনেক পুরস্কার তো পেয়েছেন, কোনটিকে জীবনের সেরা পুরস্কার বলে মনে করেন ?

তিনি কিঞ্চিৎ ভেবে বললেন --- ' সে অর্থে আমার জীবনের সেরা পুরস্কার কিন্তু অন্যরকম !! '
---- ' একটু খুলে যদি বলেন ........! '
----' দেখুন ....ভাগলপুর রেল স্টেশনের দিকে একপ্রকার দৌড়েই যাচ্ছি , সাথে কুলি আছে --- কলকাতা যাবার বিশেষ তাগিদে ....রেল স্টেশনে পৌঁছনোর আগেই দেখি -- ট্রেন ছেড়ে দিল --- !!!!
এবারে ট্রেন পরদিন । কি করব ভেবে পাচ্ছি না ! এদিকে না গেলেই নয় ! এই রকম অবস্থায় হাঁপাতে হাঁপাতে কোনরকমে স্টেশনের ভিতরে একটা বেঞ্চে বসে পড়লাম।ভাবছি ---- কি করা যায় !
কিছুক্ষণ পরেই দেখি --- যে প্লাটফর্ম থেকে ট্রেনটি ( কলকাতা যাবার ) ছেড়ে চলে গেল এইমাত্র ... ওই প্লাটফর্মেই পিছন দিক থেকে একটা ট্রেন ব্যাক করে আসছে ! ট্রেন দাঁড়ালো ---- !!
অনেকেই হৈ চৈ করছেন । এক ভদ্রলোক আমার সামনে এসে বললেন ---- " স্যার আমি আপনাকে চিনি ডাক্তার হিসেবে তো বটেই , কিন্তু তার থেকেও বেশী করে চিনি কারণ আপনার সব কটি লেখাই আমার পড়া । "
---- "" একজন ট্রেন চালক রেল গাড়ী ব্যাক করে আমাকে ট্রেনে তুলে , তারপর আবার সামনের দিকে চলতে শুরু করে ।"
এর চাইতে বড় পুরস্কার কি হতে পারে।
তিনি বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাইস্কুলের ছাত্র | লেখালিখির শুরু তখন থেকেই | সেই সময়ে ‘বিকাশ’ নামে হাতে লেখা পত্রিকায় কবিতা লেখালিখি চলত। পরে ‘মালঞ্চ’ পত্রিকায় অষ্টম শ্রেণির ছাত্র বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কবিতা ছাপা হল | অসন্তুষ্ট হলেন হেডপণ্ডিত রামচন্দ্র ঝা | তার মনে হল লেখালিখির কারণেই সংস্কৃতে কম নম্বর পাচ্ছেন বলাই | তিনি কবিতা লেখা বন্ধ করার নির্দেশ দিলেন বলাইকে | ফাঁপরে পড়ল কিশোর বলাই | অগত্যা উপায় ? ছদ্মনাম নিলেন বনফুল | বনফুল ছদ্মনামেই চলতে লাগল লেখালিখি | কিন্তু শেষরক্ষা হল না | হেডপণ্ডিত রামচন্দ্র ঝা-র কাছে ধরা পড়ে গেলেন | নির্দেশ অমান্য কেন? জানতে চাইলেন পণ্ডিতমশাই। বলাইয়ের জবাব, ‘না লিখে পারি না যে’! পণ্ডিতমশাই আর বাধা দিলেন না | পরবর্তীতে ১৯১৮ সালে তিনি স্কুলের মধ্যে প্রথম হয়ে ম্যাট্রিকুলেশন পাশ করেন |
পরবর্তীতে একদিন জিজ্ঞেস করা হল, "এত কিছু নাম থাকতে আপনার ছদ্মনাম বনফুল কেন?"
বনফুল বললেন - "বন তাঁর বরাবরই খুব পছন্দের, বন তাঁর কাছে সবসময় রহস্য নিকেতন।" তাই বনফুল নামটা তাঁর ভারী পছন্দের।
বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের কিংবদন্তি | বনফুলের গল্পে বারবার উঠে এসেছে আর্ত ,পীড়িতের কথা। নিরন্ন,খেটে খাওয়া মেহনতী মানুষের কথা | বনফুল হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। তাঁর উপন্যাস গুলি নিয়ে বিখ্যাত সিনেমাও হয়েছে - যেমন মৃণাল সেনের পরিচালনায় ভুবন সোম, ডা: অগ্নীশ্বর প্রভৃতি | সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। এছাড়াও পেয়েছেন শরৎস্মৃতি পুরস্কার (১৯৫১), রবীন্দ্র পুরস্কার (১৯৬২), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯৬৭)। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে ১৯৭৩ সালে |

Post a Comment

0 Comments

Update Posts

তালিবানি মুখোশ খুলে ঝাঁঝরা হয়েছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায় লাভ জেহাদীর, মাধ্যমে ধর্মান্তরিত হয়ে নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মারা গেছে এরকম দশটি কাহিনী
স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভুমিকা রচনা ১০০০ শব্দ
CS, RS, SA, PS, BS জরিপ কি?ভূমি জরিপ বা খতিয়ান চেনার সহজ উপায় জেনে নিন ৫ মিনিটেই জমির আরএস খতিয়ান
Disclaimer
   অজিজন বাঈ  বীরাঙ্গনা #_বিস্মৃত_বীরাঙ্গনা_আজও_অজানা
Top 14 Best Paying CPC/PPC Ad Networks
100% Proof - How to Get Back Suspended YouTube Channel Bangla - 100% Solution
25 Places to Find Free Images Online That You Will Actually Want to Use
পজিটিভ রিভিউ লিখে গুগোল থেকে ইনকাম করুন | পেমেন্ট প্রুফ সহ ভিডিও | Earn money from submit review https://reviews.capterra.com/
Contract Us