সুপার ওভারে নিউজিল্যান্ডের যত পরাজয়



টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারতের কাছে সুপার ওভারে আবারও হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সুপার ওভারে হেরেছিল কিউইরা। সুপার ওভার মানেই যেন, নিউজিল্যান্ডের কান্না । পরিসংখ্যান তেমনটাই বলছে, নিজেদের ক্রিকেট ইতিহাসে আটটি সুপার ওভারের ৭টিতেই হেরেছে নিউজিল্যান্ড। এরমধ্যে ৬টি টি-টোয়েন্টিতে ও ১টি ওয়ানডে। একমাত্র জয়টি ২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়ানডেতে সুপার ওভারে নিউজিল্যান্ডের হারের রেকর্ডটি হয় গত বিশ্বকাপে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের সাথে ৫০ ওভার ও সুপার ওভারে টাই করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির হিসেবে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া করেছিল নিউজিল্যান্ড। যদিও ওই ম্যাচ নিয়ে পরে অনেক বিতর্ক হয়। অনেকে এখনও কিউইদেরকেই শিরোপাজয়ী হিসেবে দেখেন।

সুপার ওভারে নিউজিল্যান্ডের পরিসংখ্যান :

প্রতিপক্ষ
ভেন্যু
সাল
ফলাফল
ফরম্যাট
ওয়েস্ট ইন্ডিজ
অকল্যান্ড
২০০৮
হার
টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া
 ক্রাইস্টচার্চ
২০১০
জয়
টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা
পাল্লেকেলে
২০১২
হার
টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ
পাল্লেকেলে
২০১২
হার
টি-টোয়েন্টি
ইংল্যান্ড
লর্ডস
২০১৯
হার
ওয়ানডে
ইংল্যান্ড
অকল্যান্ড
২০১৯
হার
টি-টোয়েন্টি
ভারত
হ্যামিল্টন
২০২০
হার
টি-টোয়েন্টি
ভারত
ওয়েলিংটন
২০২০
হার
টি-টোয়েন্টি

Post a Comment

0 Comments