কথা বলা থেকে মেসেজিং, সাধ্যের মধ্যে বাজারে আকর্ষণীয় ব্যান্ড



অবশেষে হুয়াইয়ের ব্যান্ড ৪ বাজারে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। গত বছরের অক্টোবরে চিনের বাজারে এসেছিল এই ব্যান্ড। স্মার্টফোনের সঙ্গে এই ব্যান্ড কানেক্ট করে ফিটনেস ও নোটিফিকেশনের তথ্য পাওয়া যাবে। এতে থাকছে কালারফুল টাচস্ক্রিন। এছাড়াও এতে রয়েছে বিল্ট ইন ইউএসবি। যার ফলে চার্জিং কেবল ছাড়াও সহজে চার্জ করে নেওয়া যাবে।

ভারতের বাজারে এর দাম মাত্র ১৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে এই ব্যান্ড। তবে কবে থেকে বিক্রি শুরু হবে তা জানা যায় নি। এতে রয়েছে .৯৬ ইঞ্চি tft ডিসপ্লে। উপরে থাকছে ২.৫d কার্ভ ডিসপ্লে। এছাড়াও এর ভেতরে রয়েছে apollo 3 চিপসেট।

বিভিন্ন ইনডোর এবং আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। এছাড়াও ফোন করা এবং মেসেজ করা যাবে। তবে সেই ক্ষেত্রে স্মার্টফোনের সঙ্গে এই ব্যান্ড কানেক্ট থাকতে হবে। এছাড়াও ঘুমের সমস্যা হলেও তা দেখা যাবে এই ব্যান্ডে। এতে থাকছে ইউএসবি প্ল্যাগ। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে চার্জ দেওয়া যাবে সহজেই। এর জন্য আলাদা করে চার্জ দেওয়ার প্রয়োজন পরবে না। এছাড়াও এতে রয়েছে 91 mah ব্যাটারি। একবার চার্জ দিলে ৯ দিন চলবে এই ব্যান্ড।

Source of :bdnews24live.com

Post a Comment

0 Comments