কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছমির উদ্দিনকে (৫৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছমির উদ্দিন জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও পশ্চিমপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের মেয়ে মর্জিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় ছমির উদ্দিনের।
বিয়ের পাঁচ বছর পর মর্জিনা আক্তার লেবানন চলে যান। তিনি বিদেশ থেকে টাকা-পয়সা স্বামীর কাছে পাঠাতেন। কিন্তু স্বামী ছমির উদ্দিন ওই টাকা নষ্ট করে ফেলায় তার স্ত্রী টাকা পাঠানো বন্ধ করে দেন। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০১৭ সালের ১২ জুলাই ছুটিতে বিদেশ থেকে বাড়িতে আসেন মর্জিনা। এরপর বাড়িতে থাকাকালীন টাকা-পয়সা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়। এর জের ধরে ১৪ জুলাই সকালে বাড়ির সামনে তাদের ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে মর্জিনাকে ছুরিকাঘাত করে তার স্বামী। গুরুতর আহতাবস্থায় মর্জিনাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ছমিরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী দিলীপ কুমার ঘোষ জানান, মামলার পর ঘটনার দিন বিকেলেই আসামি ছমির উদ্দিন নিজেই থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা একই বছরের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
sourch of:kaler kontho.
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.