বরযাত্রী নিয়ে রাস্তার মাঝে নাচ কারিশমা-কারিনার




ইয়ের বিয়েতে রাস্তা দিয়ে নাচতে নাচতে কনের বাড়িতে পৌঁছলেন কারিশমা কাপুর এবং কারিনা
কাপুর খান। এক্কেবারে পাঞ্জাবি স্টাইলেই ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে নাচতে শুরু করেন কাপুর-কন্যারা। আরমানের বিয়েতে কারিশমা দেখা যায় হালকা গোলাপি রঙের সিল্ক শাড়িতে। অন্যদিকে হলুদ রঙের শাড়িতে সেজে আরমানের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যান কারিনা কাপুর খান।

শুধু তাই নয়, ভাইকে নিয়ে নাচতে নাচতে কনে অনিশা মালহোত্রার বাড়িতে পৌঁছে যান কারিশমা-কারিনারা। কাপুর-কন্যাদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে যেমন ঝলসে ওঠেন কারিশমা, কারিনা, তেমনি তারা সুতারিয়া থেকে আকাশ অম্বানি, শ্লোকা মহেতা, কিয়ারা আদবানি

Post a Comment

0 Comments