শিশু বয়সেই কোটিপতি কে এই মোহাম্মদ সালাহ?




























মোহাম্মদ সালাহ অ- অ অ+ কথায় বলে কপালের নাম গোপাল। বয়স মাত্র ১১ মাস। এর মধ্যেই সে

মালিক হয়ে গেল সাড়ে সাত কোটি টাকার। ফুটবল মহাতারকা মোহম্মদ সালাহ নয় সে। নাম এক হলেও সালাহর মতো ময়দান কাঁপানোর বয়স হয়নি তার। তবু সে আজ বিশ্ব সংবাদের শিরোনামে। এতটাই অবুঝ যে সে জানেই না কী করে ফেলেছে। সম্প্রতি দুবাই লটারি জিতে এ টাকার মালিক হয়েছে কেরালার এক শিশু। ১১ মাস বয়সী শিশুটির নাম মোহাম্মদ সালাহ। তার বাবা রমিজ রহমান গত মাসে ছেলের জন্য একটি লটারি টিকিট কিনেছিলেন। মঙ্গলবার ওই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ সালাহ ১ মিলিয়ন ডলার জেতে। এ বিষয়ে রমিজ রহমান গণমাধ্যমকে বলেন, আমি আমার সন্তানের নামে একটি টিকিট কিনেছিলাম। সে খুব ভাগ্যবান। এটি একটি বিরাট প্রাপ্তি। তবে এই বিপুল পরিমান অর্থ নিয়ে কী করবেন তা এখনও ভেবে উঠতে পারেননি মোহাম্মদের বাবা।

Post a Comment

0 Comments