করোনা ভাইরাস: কোথায় নমুনা দেবেন বিদেশগামী যাত্রীরা? ঠিক সময়ে ফলাফল পাবেন তারা?


বিদেশগামীদের কোভিড পরীক্ষা করবে আরও ১০ প্রতিষ্ঠান
যেসব জায়গায় করা যাচ্ছে করোনা টেস্ট
বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম 
বিদেশ যেতে ১৬ প্রতিষ্ঠানের বাইরে করোনা পরীক্ষা নয়, সনদ বাধ্যতামূলক ২৩ জুলাই থেকে
সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে।
যাত্রার ৭২ ঘণ্টা বা তিন দিন আগের কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
আজ শনিবার বিমানের ওয়েবসাইটে নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। এগুলো হলো :
১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
যে ১৬টি সরকারি হাসপাতাল অথবা প্রতিষ্ঠানে কোভিড পরীক্ষা করাতে হবে:
১. শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (এসবিএমসি)
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস, চট্টগ্রাম
৩.কক্সবাজার মেডিকেল কলেজ
৪. কুমিল্লা মেডিকেল কলেজ
৫. ন্যাশনাল ইনস্টটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা
৬. ইস্টউটিট অব পাবলিক হেলথ, ঢাকা
৭. ন্যাশনাল ইনস্টটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮. নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতাল
৯. খুলনা মেডিকেল কলেজ
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩. রাজশাহী মেডিকেল কলেজ
১৪. এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫. রংপুর মেডিকেল কলেজ
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
বিদেশ গমনে ইচ্ছুক যাত্রীদের করোনা পরীক্ষা করানোর জন্য নতুন করে আরও বেসরকারি ১০টি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করানো যাবে। ১৮ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ এসব প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো ঢাকার মহাখালীর আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি), ঢাকার সোবহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, ধানমন্ডির ল্যাবএইড লিমিটেড, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালীর আইদেশী, ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথের স্কয়ার হাসপাতাল, বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল, বনানীর প্রাভা ডায়াগনস্টিক ও গুলশানের ইউনাইটেড হাসপাতাল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদেশ গমনে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনামুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআরের পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে। এই সনদগুলো এখন থেকে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশ গমনে ইচ্ছুক যাত্রীরা দেশের বাইরে যেতে পারবেন।
এ নিয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠান থেকে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের করোনা নমুনা পরীক্ষা করাতে হবে। এর আগে গত ২৩ জুলাই থেকে বিদেশ গমনে ইচ্ছুক সব যাত্রীর কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। এ জন্য সে সময় সারা দেশের ১৬টি সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছিল। সেগুলো হলো বরিশালে শের-ই–বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ,ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এই ভাইরাসের নমুনা টেস্টের ল্যাব সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্যানুায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৯টি প্রতিষ্ঠানের ল্যাবে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ঢাকায় রয়েছে ২৫টি ল্যাব, ঢাকার বাইরে ২৪টি।
কোভিড-১৯ পরীক্ষায় নমুনা সংগ্রহের কেন্দ্রগুলোর নাম তুলে ধরা হল:-
ঢাকায় যেসব জায়গায় করোনা টেস্ট হয়
সরকারি ব্যবস্থাপনায়:
* বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)
* ঢাকা মেডিকেল কলেজ
* স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।
* মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
* কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
* চাইল্ড হেলথ কেয়ার রিসার্চ ফউন্ডেশন
* ঢাকা শিশু হাসপাতাল
* কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
* উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়
* বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট
* আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সিএমএইচ
* রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)
* আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআরবি)
এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে শুধু নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা বাইরে থেকে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোভিড-১৯ টেস্টের জন্য কোনও টাকা দিতে হয় না।
বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকার যেখানে নমুনা পরীক্ষা করা যাবে:
* এভারকেয়ার হসপিটাল, ঢাকা
* স্কয়ার হসপিটাল, ঢাকা
* প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, ঢাকা
* ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা
* আনোওয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা
* এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা
* ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা
* বায়োমেড ডায়াগনস্টিক, ঢাকা
* ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক
* ঢাকা ল্যাব এইড হসপিটাল, ঢাকা
* বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হসপিটাল,  ঢাকা
* কেয়ার মেডিকেল কলেজ, ঢাকা
সরকারি নির্দেশনা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করালে সাড়ে ৩ হাজার টাকা ও হাসপাতাল প্রতিনিধি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে সাড়ে ৪ হাজার টাকা গুণতে হয়। কিন্তু বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ এর চেয়ে বেশি হচ্ছে বলে অনেকের অভিযোগ।
ঢাকার বাইরে যেসব জায়গায় সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়:-
* বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম
* চট্টগ্রাম মেডিকেল কলেজ
* কুমিল্লা মেডিকেল কলেজ
* কক্সবাজার মেডিকেল কলেজ
* আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
* নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
* ময়মনসিংহ মেডিকেল কলেজ
* শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর
* রাজশাহী মেডিকেল কলেজ
* শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
* রংপুর মেডিকেল কলেজ
* এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
* সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
* খুলনা মেডিকেল কলেজ
* কুষ্টিয়া মেডিকেল কলেজ
* শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
* ফরিদপুর মেডিকেল কলেজ
* নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল
* শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
* চিটাগাং ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে ইনস্টিটিউট
* যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
* গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ঢাকার বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা:
* টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতউল্লাহ কমিউনিটি হসপিটাল, বগুড়া
* শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম
এছাড়া ব্র্যাক ও জেকেজি পরিচালিত বুথে গিয়ে নমুনা দিয়ে আসা যায়।  ঢাকার ৩৪টি জায়গায় তারা বুথ স্থাপন করেছে। সকাল সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে তারা সরকার নির্ধারিত গবেষণাগারে পৌঁছে দেন।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে সারাদেশে ৬০০ বুথ স্থাপন করবে ব্র্যাক।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দৈনিক এক একটি বুথ থেকে তারা ত্রিশটি নমুনা সংগ্রহ করে। সক্ষমতা বেশি হলেও, গবেষণাগারের সক্ষমতার ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর আপাতত এই সীমা ঠিক করে দিয়েছে।
বুথের সংখ্যা প্রতিদিনই বাড়াচ্ছে ব্র্যাক। এর মধ্যে যেসব জায়গায় বুথ বসানো হয়েছে-
* সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল - মিরপুর ১৩
* ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার - মিপুর ১৩
* আনোয়ারা মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ - বাউনিয়া
* উত্তরা আধুনিক মেডিকেল কলেজ – উত্তরা
* উত্তরা হাই স্কুল (ডিএনসিসি) - সেক্টর-৬, উত্তরা
* ১০ নং কমিউনিটি সেন্টার (ডিএনসিসি) - সেক্টর ৬, উত্তরা
* উত্তরখান জেনারেল হাসপাতাল - উত্তরখান, ওয়ার্ড ৪৫
* নবজাগরণ ক্লাব, জামতলা - ইসমাঈলদেওয়ান মহল্লা, আজিমপুর, দক্ষিণখান
* পল্টন কমিউনটি সেন্টার - নয়াপল্টন, পল্টন থানার উল্টোদিকে
* কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল - ১ ও ২ (শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য)
* প্রেসক্লাব - (তোপখানা)
* ৫০ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টার - শহীদ ফারুক সড়ক, জলাপাড়া, যাত্রাবাড়ি
* সুইপার কলোনী, দয়াগঞ্জ বস্তি – যাত্রাবাড়ি
* হাজী জুম্মন কমিউনিটি সেন্টার - নয়াবাজার মোড়, হাজী রশিদ লেন
* বাসাবো কমিউনিটি সেন্টার – বাসাবো
* ঢাকা রিপোর্টার্স ইউনিটি – সেগুনবাগিচা
* আমলিগোলা পার্ক ও কমিউনিটি সেন্টার – ধানমন্ডি
* সূচনা কমিউনিটি সেন্টার – মোহাম্মদপুর
* আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার (ডিএনসিসি) - মধুবাগ, মগবাজার
* মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী কমিউনিটি সেন্টার – কামরাঙ্গীরচর
* শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল – টঙ্গি
* উপজেলা হেলথ কমপ্লেক্স - সাভার
## জেকেজি হেলথ কেয়ার:
* পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয় - করাইল, বনানী
* রাজারবাগ পুলিশ লাইনস স্কুল (শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য)
* সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়, বাসাবো, খিলগাঁও
* খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও
* তিতুমীর কলেজ
* নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ
* এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ
এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com এবং বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।
x

Post a Comment

0 Comments

Update Posts

“স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি এখন সার্বজনীন  ” দুলাল চন্দ্র চৌধুরী   প্রধান শিক্ষক ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক
Checking the proxy and the firewall Running Windows Network Diagnostics ,unexpectedly closed the connection.This Site Can't Be Reached ERR_CONNECTION_REFUSED in Google chrome- Fixed easily
Contract Us
Samorita Hospital Ltd. Location Phone Address শমরিতা হাসপাতাল
✅ Error 522 Utc Connection Timed Out - Fix Website Success
Blogger WhatsApp Group Links 2021 | Youtubers WhatsApp Group Links
The Top 22 Pay-Per-Click PPC Advertising Networks
ঢাকা টু কলকাতা বাস ভাড়া ও সময়সূচী ২০২৪ অনলাইনে বাস, ট্রেন ও এয়ার টিকিট কাটবেন যেভাবে গোপালগঞ্জ থেকে কলকাতা  কোন কোন পরিবহন যায়
Top 10 Social Sharing Buttons for Your Website Software worldbd
করোনা ভাইরাস: কোথায় নমুনা দেবেন বিদেশগামী যাত্রীরা? ঠিক সময়ে ফলাফল পাবেন তারা?