যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
যেমন, go, eat, play, write, sleep, buy, sell, walk, run, see, give etc.
Example :
I go to school.
আমি স্কুলে যাই
Kamal plays football.
কামাল ফুটবল খেলে
Please call your friend.
অনুগ্রহ করে তোমার বন্ধুকে ডাক।
Verb প্রধানত দুই প্রকার। যথা :
✪ Finite Verb
✪ Non finite Verb
Finite Verb (সমাপিকা ক্রিয়া) :
যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে। Finite Verb Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় ও বক্তার বক্তব্য পরিপূর্ণভাবে প্রকাশ পায়।
1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) :দুই প্রকার। যথা :
- Principal Verb
- Auxiliary Verb Principal Verb (প্রধানক্রিয়া) :
যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়াই নিজেই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ও ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।
Example :
You go (তুমি যাও)
They play in the field (তারা মাঠে খেলে)
Principal Verb আবার দুই প্রকার।
যথা :
Transitive Verb (সকর্মক ক্রিয়া) ও
Intransitive Verb (অকর্মক ক্রিয়া)
Transitive Verb (সকর্মক ক্রিয়া)
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।
Example :
The baby is drinking milk.
শিশুটি দুধ পান করছে
I have bought a book.
আমি একটি বই কিনেছি
Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :
যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।
Example :
The man died.
(লোকটি মারা গিয়েছিলো)
He went.
সে গিয়েছিল।
- Auxiliary Verb (সাহায্যকারীক্রিয়া) :
Auxiliary Verb কে সাহায্যকারী Verb বলা হয়। Sentence এ ব্যবহৃত যে সব Verb Principal Verb কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।.
Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had ইত্যাদি।
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা : Primary Auxiliaries ও Modal Auxiliaries
Primary Auxiliaries
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।
যেমনঃ
Be verb : am, is, are, was, were
Example: He is writing a letter.
Have : have, has, had
Example: He has bought a mobile.
Do : do, does, did, does not, done etc.
Example: I don’t like this book.
Modal Auxiliaries :
Modal Auxiliaries মূল Verb এর অর্থকে প্রভাবিত করে ও ক্রিয়া সম্পাদনের জন্য যে Auxiliaries ব্যবহার হয় সেসবকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries এর তালিকা: Can/could, may/might, shall/should, will/would, must, dare, need, ought to, used to, have to, be going to, be to, would rather, had better ইত্যাদি.
Example:
I can speak English
Could you help me to solve the problem?
It may rain today.
Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে। এটা কখনো main verb হয় না ও এ Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না
Non-finite Verb তিন ভাগে বিভক্ত।
যথা : Gerund , Participles, Infinitives
Gerund: Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে Gerund, Noun ও Verb এর কাজ একসাথে সম্পন্ন করে।
উদাহরণঃ
✪ Walking is a good exercise.
✪ He started watching television.
প্রথম Sentence এ “walk” এর সাথে ing এর সাথে walking গঠিত হয়েছে। walking দ্বারা এখানে হাটার কাজটি বুঝায়। ইহা is verb এর subject অর্থাৎ walking এখানে Noun এর কার্য সম্পন্ন করছে। যেহেতু প্রথম Sentence এ walking একই সাথে Noun ও Verb এর কার্য সম্পাদন করে তাই তা Gerund.
দ্বিতীয় Sentence এ “watching” Verbal টি verb “watch” এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়েছে। Verbal দ্বারা উপভোগ কার্যটি সম্পাদন করেছে । অন্যদিকে “watching” started verb টির Object হিসেবে বসেছে। তাই “watching” Noun এর কাজ সম্পন্ন করেছে । যেহেতু watching একই সাথে noun ও Verb এর কাজ সম্পাদন করে তাই এখানে “watching” উক্ত Sentence এর gerund.
✪ Participle সবসময় চলমান কোনোকিছু কে নির্দেশ করবে।
যেমনঃ I heard him reciting the Holy Quran.
✪ Infinitive :
Verb এর Present form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
I like to run.
Linking verbs:
Linking verb সাধারণত ওই সকল verb কে বুঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত, Be verb গুলো যখন main verb হিসেবে sentence এ ব্যবহৃত হয় তখন সেগুলোকে Linking Verbs বলা যায়।
Linking Verbs can behave both either main verbs or auxiliary verbs. They do not refer to actions, but represent a state of being, need, opinion, desire or senses. For example, be verbs (am, is, are, was, were, have, has, had….) are the example of no-action verbs. Smell, look, taste, sound, etc. are also called no-action verbs.
Example:
o He is a teacher.
o They have three children
Singular vs. Plural Verbs
When it comes to making a verb agree with its subject, there are some similarities between irregular verbs and regular verbs. Let's take a look.
Add "s" to Singular Verbs
Singular verb ( একবচন ক্রিয়া ) :Generally, when using singular third-person nouns and pronouns, all you have to do is add an "s" to the base form of the verb.
For example:
- Singular Regular Verb: Mary bakes cookies.
- Singular Irregular Verb: Mary makes cookies.
Drop the "s" with Plural Verbs
Plural verb ( বহুবচন ক্রিয়া ) :In many instances, the reverse goes for plural nouns and pronouns. When it comes to plural nouns, you drop the "s" you added in creating the singular form fo the verb to create its plural form.
For example:
- Plural Regular Verb: Mary and John bake cookies.
- Plural Irregular Verb: Mary and John make cookies.
He reads the book (সে বইটি পড়ে)
উপরের Verb দুটি কিন্তু বাক্যে তাদের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে সক্ষম হয়েছে।
তা একটু পরিক্ষা করে দেখেন,
He reads (সে পড়ে)
He to read (সে পড়তে)
কারো সাহায্য যদি দিই,
He wants to read (সে পড়তে চায়)
এই অনুযায়ী আমরা Verb কে,
দুই ভাগে ভাগ করতে পারি।
2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)
আচ্ছা দিয়েই দি, এক কথায় যে Verb কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করে সে Finite আর যে Verb এর অর্থ প্রকাশে অন্য Verb এর সাহায্য লাগে সেই Verb হলো Non-finite Verb.
Verb অনেক গুরুত্বপূর্ণ, তাই এই Part এ আমি শুধু Finite Verb নিয়ে আলোচনা করি। Non-finite Verb নিয়ে অন্য কোনো একটা ব্লগে লিখব।
He is playing football.
I will go to school.
2. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
আর আমরা জানি এইসব Verb এর পরবর্তী কিছু অংশ থাকে বা থাকেনা, যারা যুক্ত হয় এই Verb গুলোর উপর ভর্সা করেই বাক্যে যুক্ত হয় তাদের আমরা অবশ্যই Object বা Complement বলি।
2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া)
3. Linking Verb (সংযোজক ক্রিয়া)
তা হলো,
* যদি বাক্যে Object বা কর্ম থাকে তাহলে তা Transitive Verb.
যেমন :- I eat rice (আমি ভাত খাই) তাহলে Eat (খাই) Verb টিকে জিজ্ঞাসা করুন কী খাই?
উত্তর আসবে Rice, তাহলে এর Object হলো Rice.
2. Modal Auxiliarydo প্রকারীয় সাহায্যকারী ক্রিয়া)
এরা সীমিত ও এদের নির্দিষ্ট শক্তি রয়েছে।
তা হলো ৩ রকমের,
2. To do
3. To have
Am,is (Singular) Are (Plural)
Was,Were - ছিল (Past form)
Was (Singular)
Be - হওয়া (Base Form)
Being - হচ্ছে (Present Participle Form)
Been - হয়েছে (Past Participle Form)
অর্থাৎ Continuous Tense গঠন করতে এসব Auxiliary থেকে একটা আনতেই হবে।
Did - করেছে/করেছিল (Past, Past Participle form)
Doing - করতেছে (Present participle)
Does - করে (Singular Form)
Has - আছে (Singular Form)
Having - নিচ্ছে, পাচ্ছে (Present Participle)
Had - ছিল (Past participle)
সুতরাং Perfect Tense গঠনে এসব Verb থেকে একটি অবশ্যই লাগবে, কারণ Participle Form মানেই Perfect Tense.
To be, To Have
এই ২ প্রকারের verb গুলো ইতিমধ্যে আপনারা জানেন, এদের একটা করে পাওয়ার রয়েছে।
এরা সীমা হীন, এদের মধ্যে কয়েকটি প্রকাশ করলাম,
ইত্যাদি।
অন্য পর্বের জন্য অপেক্ষা করুন, আরো ভালো কিছু দিব।
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.