গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা

 

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। স্বাভাবিক জীবনে নতুনভাবে বাঁচতে শিখছে মানুষ। বাস্তবকে গ্রাস করছে ভার্চ্যুয়াল জগৎ। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই সময়ে অনেকের কৌতুহলের বিষয়ের সমাধানের অন্যতম মাধ্যম গুগল। 

সার্চ ইঞ্জিন গুগলের অন্ধভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা সে স্বাস্থ্য বিষয়ে কোনো জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো। অনেকেই দিন-প্রতিদিন প্রতিটা সমস্যা সমাধানের জন্য গুগলের সাহায্য নিয়ে থাকেন। frommars.com-এর একটি গবেষেণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

দেখে নিন পুরুষরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেন- 

৬৮ হাজার ৬০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কি না। 

  • ৬৮ হাজার ৪০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শেভ করলে গালের দাড়ির বৃদ্ধি আরও বাড়ে কি না। ৬১,২০০ পুরুষ সার্চ করেছেন স্তন ক্যানসার আদৌ কি পুরুষদের হয়? টুপি পরলে বা চুলে ঝুঁটি বাধলে বা বেনী করলে চুল বেশি ঝরে কি না, তা সার্চ করেছেন ৫২, ১০০ জন। ৫১ হাজার পুরুষ সার্চ করেছেন ব্যায়ামের পর কী পরিমাণে এবং কী কী প্রোটিন খাওয়া উচিত। 

More Read:not sending message gp number

সম্প্রতি frommars.com-এর পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও এই সার্চ করা জিনিসের বেশিরভাগটাই মিথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

চিকিৎসা বিষয়ক গবেষকরা বলছেন, গুগল থেকে পাওয়া তথ্য অন্ধভাবে অনুসরণ করে প্রতি বছর সমস্যায় পড়েন ১ মিলিয়নের বেশি মানুষ। যা সত্যি অবাক করে দেওয়ার মতো পরিসংখ্যান। 

#গুগলে_জিনিস_সবচেয়ে_বেশি_সার্চ_করে_পুরুষরা

বাংলাদেশ প্রতিদিন, নগর জীবন গুগল সার্চের নিয়ম, বাংলাদেশ প্রতিদিন টেক ওয়ার্ল্ড, জীবন ধারা

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Post a Comment

0 Comments

Update Posts

Top 14 Best Paying CPC/PPC Ad Networks
স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভুমিকা রচনা ১০০০ শব্দ
Best Affiliate Networks & Marketing Platforms of 2024 [Mega List] *Top 12 Best Affiliate Programs In Bangladesh For 2024
খনার জনপ্রিয় ১৮৫টি বচন (khanar bachan)
হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম সাল, রাসুল সাঃ এর জীবনী, বই শেষ নবীর জীবনী হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কাহিনী, রচনা হযরত মুহাম্মদ সাঃ রচনা নবীজির জীবনী
করোনা শনাক্তে এসেছে ২ হাজার কিট, আসছে আরও ১ লাখ
বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!
লাভ জেহাদীর মাধ্যমে ধর্মান্তরিত হয়ে নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মারা গেছে এরকম দশটি কাহিনী 3
১০ বছরে মাধ্যমিক, ১৬-তে ইঞ্জিনিয়ার, ক্যাটও পাশ করে ফেলল এই কিশোরী!
Rahaf Mohammed al-Qunun: Saudi teenager arrives in Canada after being granted asylum