টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে#Togbog Togbog ghora chutiye টকবক টকবক ঘোড়া

 

 কথা - মিল্টু ঘোষ সুর - হেমন্ত মুখোপাধ্যায় 

 টগবগ টগবগ টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে 

ঝিলমিল ঝিলমিল ঝিলমিল ঝিলমিল নিশান উড়িয়ে ছোট্ট খোকন যাচ্ছে, হাতে খোলা তলোয়ার --- দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার || 

রূপবতী রাজকন্যে বন্দী যেখানে তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে ; লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায়, তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার || 

স্বপ্নে দেখা কোথায় সে যে ছিল অজানা সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা | যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে | এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘায় বন্দিনী সেই রাজকন্যে করল সে উদ্ধার ||

Post a Comment

0 Comments