10 best cancer hospitals in Bangladesh ১০টি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল | 10 best cancer hospitals in Bangladesh

Best cancer Hospitals in Bangladesh,Best cancer Hospitals in Bangladesh

ক্যান্সার একটি মারাত্মক রোগ। তবে, এই ক্যান্সারের চিকিৎসার জন্য রয়েছে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল। প্রতিবছরই এই রোগে অনেক মানুষ মৃত্যুবরণ করে। অতীতে ক্যান্সারের কোন চিকিৎসা ছিলনা। তাই, মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতো।

কিন্তু, বর্তমানে এই ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং সব দেশে এই রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। মানুষ ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করে অন্য দেশে যায়, সেরা সেবার জন্য। কিন্তু, এখন বাংলাদেশে ক্যান্সারের উন্নত চিকিৎসা করা সম্ভব।

কারণ, বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল রয়েছে। বাংলাদেশের রয়েছে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা যা ক্যান্সার মোকাবেলা করতে সক্ষম।
বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল
এক নজরে সম্পূর্ণ লেখা দেখুন
১. National Institution of Cancer Research and Hospital

এই হাসপাতালটা কে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল বলা হয়। ১৯৮২ সালে এই হাসপাতালটি ক্যান্সারের চিকিৎসার জন্য চালু করা হয়। এটিই বাংলাদেশের একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল।

এখানে রয়েছে দক্ষ ডাক্তার এবং নার্স। এখানে ক্যান্সারের সেবা প্রদান করা হয় এবং ক্যান্সার নিয়ে রিচার্জ করা হয়। সরকারি হাসপাতাল হিসেবে সেবার মান অনেক ভালো এবং বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে ধরে নেওয়া যায়। চিকিৎসা খরচ এই হাসপাতালে কম এবং চিকিৎসার মান ভালো।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
ক্যান্সার সনাক্তকরণ (সমস্ত ডায়াগনস্টিক)
সার্জারি
রেডিওথেরাপি
কেমোথেরাপি ইত্যাদি

যোগাযোগ

ঠিকানা: মহাখালী, টিভি গেট রোড, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৮০০৭৮
ওয়েবসাইট: nicrh.gov.bd
২. Ahsania Mission Cancer Hospital

এই হাসপাতাল বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে একটি। এই হাসপাতালে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, যারা অনেক গুরুত্বের সাথে রোগীর চিকিৎসা করে থাকে। হাসপাতালে চিকিৎসার মান অনেক ভালো।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
ক্যান্সার সনাক্তকরণ
আধুনিক ক্যান্সার চিকিত্সা
কেমোথেরাপি
অন্যান্য সার্জারি এবং চিকিত্সা

যোগাযোগ

ঠিকানা: বাড়ি # 19, রোড # 12, ধানমন্ডি আর / এ, ঢাকা -1209, বাংলাদেশ।
টেলিফোন নাম্বার: (880-2) 9127943
ওয়েবসাইট: www.ahsaniacancer.org.bd
৩. Ahsania Mission Cancer and General Hospital(AMCGH)

এই হাসপাতাল ঢাকার উত্তরায় অবস্থিত এবং এখানে ক্যান্সারের চিকিৎসা দেওয়া পাশাপাশি অন্য রোগের চিকিৎসা করা হয়।

যোগাযোগ

ঠিকানা: প্লোট-০৩, ইনভেসমেন্ট ড্রাইভ ওয়ে সেক্টর ১০, উত্তরা মডেল টাউন, ঢাকা – ১২৩০
টেলিফোন নাম্বার: ০২-৫৫০৯২১৯৬
ওয়েবসাইট: amcghbd.org
৪. The ENT and Head-Neck Cancer Hospital and Institution

হাসপাতালটি ক্যান্সারের সেবা প্রদান করে। নাক, কান, ও গলা এবং মাথা ও ঘাড়ের চিকিৎসা সেবা প্রদান করার জন্য এই হাসপাতালের নাম রয়েছে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
অপারেশন থিয়েটার কমপ্লেক্স
ডায়াগনস্টিক পরিষেবা (ক্যান্সার এবং অন্যান্য)
অডিওলজি
ক্যান্সারের চিকিৎসা

যোগাযোগ

ঠিকানা: ফ্ল্যাট নাম্বার-F, 12 W আগারগাঁও, ঢাকা ১২০৭
টেলিফোন নাম্বার: ০২-৫৮১৫১৬৬০
ওয়েবসাইট: www.entbd.org
৫. Delta Hospital limited

এখানে অনেক ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং ক্যান্সারের চিকিৎসা হয়। চিকিৎসার খরচ এই হাসপাতালে তুলনামূলক কম এবং ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত মানের। যারা কম টাকায় ভাল ক্যান্সারের চিকিৎসা চান, তাদের জন্য Delta Hospital উপযুক্ত। বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল হিসাবেও এটাও বেশ পরিচিত।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
ক্যান্সার সনাক্তকরণ এবং পরিচালনা
রেডিওথেরাপি
কেমোথেরাপি
ক্যান্সার সার্জারি
ক্যান্সার পরামর্শ

Radiotherapy দেওয়ার জন্য এডভান্স টেকনোলজি ব্যবহার করা হয় যেমন,
3D CRT linear acceleration machine
Cobalt-60 machine
Stimulator
CT stimulator

যোগাযোগ

ঠিকানা: ২ তলওয়ার বাজ ফাস্ট লাইন, ঢাকা
টেলিফোন নাম্বার: ০২-৯০২২৪১০
ওয়েবসাইট: delta-hospital.com


বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল
৬. Cancer Home

এই হাসপাতালে চিকিৎসার অনেক ভালো এবং ক্যান্সারের জন্য বিশেষভাবে চিকিৎসা করা হয়। এটি একটি প্রাইভেট ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার।

এই হাসপাতালের প্রধান দুটি কাজ হচ্ছে:
ক্যান্সারের চিকিৎসা
ক্যান্সার সচেতনতা

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
কেমোথেরাপি
রেডিওথেরাপি
ক্যান্সার সার্জারি
ক্যান্সার নির্ণয়

যোগাযোগ

ঠিকানা: ৫৩, মহাখালী, অপজিট টিভি গেট ওয়াটার ট্যাঙ্ক, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৬১১১১
ওয়েবসাইট: cancerhomebd.com
৭. Parkway Cancer Center Dhaka

এই হাসপাতালে ক্যান্সারের বিশেষ চিকিৎসা করা হয়। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
ক্যান্সার নির্ণয়
আধুনিক চিকিত্সা
কেমো এবং রেডিওথেরাপি
ক্যান্সার সার্জারি

যোগাযোগ

ঠিকানা: Suite B3, লেবেল ৪, হাউস ১০, রোড ৫৩, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০১৯৭৭৭৭০৭৭৭
ওয়েবসাইট: www.parkwaycancercentre.com
৮. Labaid Cancer Hospital And Super Speciality Center

এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র multidisciplinary super-specialty হাসপাতাল। এই হাসপাতালে লেটেস্ট মেডিকেল সার্ভিস প্রদান করা হয়। এখানে রয়েছে, latest medical, surgical, and diagnostic facilities এবং আরো রয়েছে, এক্সপার্ট মেডিকেল প্রফেশনালস আর দক্ষ নার্স।

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল হিসাবে Labaid Cancer Hospital And Super Speciality Center বেশ পরিচিত।
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এর তালিকা

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
ওপিডি
কেমোথেরাপি এবং ডে কেয়ার
ডায়াগনস্টিক সেবা
রেডিওথেরাপি
নিউক্লিয়ার মেডিসিন (পিইটি-সিটি)

যোগাযোগ

ঠিকানা: ২৬ গ্রীন রোড, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বার: ০৯৬৬৬৭১০০০১
ওয়েবসাইট: labaid.com.bd
৯. Square Hospital

বাংলাদেশের সেরা হাসপাতাল গুলোর মধ্যে স্কয়ার হাসপাতাল একটি। এই হাসপাতালের দক্ষ চিকিৎসক এবং নার্স রয়েছে। এখানে আরো রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করার সুযোগ।
স্কয়ার টয়লেট্রিজ পণ্য তালিকা

এই হাসপাতালের সুযোগ সুবিধা অনেক এবং চিকিৎসার মান অনেক ভালো। কিন্তু চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি অন্য হাসপাতালগুলো থেকে।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
আধুনিক প্রযুক্তির সাথে ক্যান্সার সনাক্তকরণ
কেমোথেরাপি
রেডিওথেরাপি
ডে কেয়ার পরিষেবা

যোগাযোগ

ঠিকানা: ১৮/F, বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বার: 10616
ওয়েবসাইট: www.squarehospital.com
১০. Dhaka Cancer and General Hospital

এই হাসপাতালে রয়েছে ক্যান্সার চিকিৎসা সুবিধা এবং অন্যান্য রোগের চিকিৎসা। আধুনিক পদ্ধতিতে সকল রোগের চিকিৎসা করা হয়। দক্ষ ডাক্তার এবং নার্স এর সাহায্যে খুব ভালো চিকিৎসা সেবা দেওয়ার ক্ষমতা।

হাসপাতালে যেসব সুবিধা রয়েছে
কেমোথেরাপি
ক্যান্সার সার্জারি
ক্যান্সার নির্ণয়
টিউমার নির্ণয় এবং চিকিত্সা
ডে-কেয়ার

যোগাযোগ

ঠিকানা: সাত মসজিদ রোড, ঢাকা ১২০৯
টেলিফোন নাম্বার: ০১৭৯৭৬১৯৯৫৯
ওয়েবসাইট: dhakacancer.com

বি.দ্র: উল্লেখিত হাসপাতালগুলোর সাথে আমাদের কোন যোগাযোগ নেই এবং আমরা এই ঠিকানা গুলো ইন্টারনেট থেকে জোগাড় করেছি।
পরিশেষে

এইগুলো বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল হিসেবে পরিচিত। আমাদের সবারই ক্যান্সার হাসপাতাল সম্পর্কে জানা উচিত। কারণ, মানুষের কখন কোন রোগ আসবে তা বলা যায় না। তাই, আগে থেকে প্রস্তুত থাকা ভালো। জানা থাকা ভালো, বাংলাদেশ এখন উন্নত মানের ক্যান্সার চিকিৎসা করা সম্ভব। কষ্ট করে অন্য দেশে যেতে হবে না আপনাকে ক্যান্সারের চিকিৎসার জন্য। অতএব, আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে।


ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।


Post a Comment

0 Comments

Update Posts

✅ Error 522 Utc Connection Timed Out - Fix Website Success
Fix error establish database connection in WordPress | ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল Error establishing a database connection error in wordpress [SOLVED]
how to do not sending message gp number bd
Social site Facebook pinterest nish T-shirt
স্টিফেন হকিং এর জীবনী
How To Restore Deleted YouTube Videos 2017 (100% WORKS
একাদশে ভর্তিতে ঢাকার সেরা ২০ কলেজে যত আসন, ঢাকার সেরা ১০ কলেজের তালিকা
ঢাকা টু কলকাতা বাস ভাড়া ও সময়সূচী ২০২৪ অনলাইনে বাস, ট্রেন ও এয়ার টিকিট কাটবেন যেভাবে গোপালগঞ্জ থেকে কলকাতা  কোন কোন পরিবহন যায়
বার্ট্রান্ড রাসেল এর জীবনী – Bertrand Russell Biography in Bengali বার্ট্রান্ড রাসেলের ১৫টি দার্শনিক উক্তি ||  বারট্রান্ড রাসেল এর বিখ্যাত উক্তি
পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসা ও বর্ডার সংক্রান্ত এ টু জেড