বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো, আরেক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু। প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয়। প্লেটো খ্রিস্টপূর্ব ৪২৮ অব্দে (সবচেয়ে গ্রহণযোগ্য, মতান্তরে ৪২৭-৩১) প্রাচীন গ্রীসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেন। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। সঙ্গীতের প্রতিও প্লেটোর গভীর আকর্ষণ ছিল। তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানবজীবন জীবনকে পূর্ণতা দান করে। তাঁর ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় নি। তাঁর বাবা অ্যারিস্টন এবং মা পেরিকটিওন উভয়েই বিশেষ বংশমর্যাদার অধিকারী ছিলেন। শৈশব থেকেই প্লেটো ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। বলা হয়ে থাকে, আয়তাকার কাঁধের অধিকারী ছিলেন বলেই সবাই তাঁকে প্লেটো নামে ডাকতো। তাঁর আসল নাম অ্যারিস্টোক্লেস। যা তাঁর দাদার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। প্লেটো শৈশব থেকেই সক্রেটিসের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। সক্রেটিসই ছিলেন তাঁর লেখার কেন্দ্রীয় চরিত্র। “একাডেমি” প্রতিষ্ঠা (অনেকের মতে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়) এবং ‘রিপাবলিক’ লেখার জন্যই তিনি বিশ্বে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন। আনুমানিক ৩৪৮ খ্রিস্টপূর্বাব্দে প্লেটো এথেন্সে মৃত্যুবরণ করেন। আজ আমরা বিখ্যাত দার্শনিক প্লেটোর কিছু বিখ্যাত উক্তি ও বাণী সমূহ নিয়ে আলোচনা করবো।
এমন বহু বিখ্যাত উক্তি আর বানী আছে – যেগুলো কবে কে দিয়েছে – তার কোনও ইতিহাস নেই – কিন্তু যুগে যুগে সেগুলো মানুষকে অনুপ্রেরণা আর সাহস যুগিয়ে আসছে। বিখ্যাত মনিষীদের পাশাপাশি তাই প্রচলিত প্রবাদ, প্রাচীন নাম না জানা কবির কবিতার লাইন – সবই বিখ্যাত উক্তি সমূহের অংশ বলেই ধরে নেয়া যায়।
আজ আপনার সামনে যে ৫০টি বিখ্যাত উক্তি নিয়ে এসেছি, সেগুলোর মধ্যে বিখ্যাত মনিষী ও বিখ্যাত ব্যক্তি গণের অমর বানী যেমন আছে – তেমনি আছে দেশ-বিদেশের বিখ্যাত নীতিবাক্য এবং প্রবাদ।
tকরে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
০১। বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে।
–প্লেটো
০২। প্রেম হল মানসিক ব্যাধি।
-প্লেটো
০৩। যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম। কিন্তু যা থাকে তা আমরণ সাথি
০৪। হিসেবেই বিদ্যামান থাকে।
-প্লেটো
০৫। বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।
-প্লেটো
০৬। প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।
-প্লেটো
০৭। মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।
-প্লেটো
০৮। যে জীবন সৎকাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।
-প্লেটো
০৯। জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে আর নির্বোধরা কিছু বলার জন্য বলে।
-প্লেটো
১০। আনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক আর যে শাসক শাসনকার্য পেতে মরিয়া সে নিকৃষ্টতম শাসক।
-প্লেটো
১১। পাপাত্ম ঐ ব্যক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন।
-প্লেটো
১২। প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।
-প্লেটো
১৩। অজ্ঞ থাকার চেয়ে না জন্মানোই ভাল কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূলস্বরুপ ।
-প্লেটো
১৪। নিজেকে জয় করাই সব জয় করার বড়ো বিজয়।
-প্লেটো
১৫। ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধির ক্ষমতার আরেক নাম বিজ্ঞান ।
-প্লেটো
১৬। মানুষেরা যেমন রাষ্ট্রগুলোও তেমনি; মানুষগুলোর চরিত্রের মধ্যে থেকেই রাষ্ট্রগুলো গড়ে উঠে।
-প্লেটো
Read More: Bertrand Russell Biography
প্লেটোর অনুপ্রেরণামূলক উক্তি :-
১.”মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।” -প্লেটো
২.”জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে আর নির্বোধরা কিছু বলার জন্য বলে।“- প্লেটো
৩. “অন্যান্য সবকিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হল সবচেয়ে বড় বিজয়।” – প্লেটো
৪.”যে জীবন সৎকাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।”
৫.”যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না।“
৬.”একটা ভালো সিদ্ধান্ত সর্বদা জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সংখ্যার ওপর ভিত্তি করে নয়।“
৭.”অজ্ঞ থাকার চেয়ে না জন্মানোই ভালো, কারণ অজ্ঞতা সব দূর্ভাগ্যের প্রধান কারন।“
৮.”প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।“
৯.”যে কেউই অন্যের অতি সহজেই ক্ষতি করতে পারে কিন্তু প্রত্যেক ব্যক্তি অন্য মানুষের জন্য ভালো কাজ করতে পারেনা।“
১০.”অনেক কাজকে অসম্পূর্ণতার দ্বারা করার থেকে ভালো, সামান্য কোনো কাজকে পরিপূর্ণতার সাথে করা।“
১১.”ভালো জিনিসের পুনরাবৃত্তিতে ক্ষতি নেই।“
বন্ধু ও বন্ধুত্ব নিয়ে প্লেটোর উক্তি :-
১২.”বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।“-প্লেটো
প্রেম নিয়ে প্লেটোর কিছু উক্তি :-
১৩.”প্রেমের স্পর্শে সবাই কবিতে পরিণত হয়।“- প্লেটো
১৪.”ভালোবাসা একটি গুরুতর মানসিক ব্যাধি।“- প্লেটো
আরও পড়ুন :
পাপ নিয়ে প্লেটোর বাণী :-
১৫.’পাপী হচ্ছে সেই ব্যক্তিই, যে মানুষের শুধু খারাপ কাজকে প্রকাশ করে আর ভালো কাজ করে গোপন।“- প্লেটো
১৬.”মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।“
প্লেটোর রাজনৈতিক উক্তি :-
১৭.”রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া।“- প্লেটো
১৮.”জীবনে কিংবা আচরণে রাষ্ট্রের ন্যায় বিচার তখনই সম্ভব, যখন প্রত্যেক নাগরিকের চিন্তায় এবং হৃদয়ে সেটা বিদ্যমান।“
১৯. “মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনিই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে।“- প্লেটো
২০.”গণতন্ত্র শেষমেষ একনায়কতন্ত্রে পরিণত হয়ে যায়।“
২১.”শাসনে অনিচ্ছুক শাসকই শ্রেষ্ঠ শাসক। আর যে শাসন করার লোভেই শাসক হয় সে হল নিকৃষ্ট শাসক।“
২২.”প্রতিশোধ শান্তি আনতে পারে না।“
সাহস নিয়ে প্লেটোর উক্তি :-
২৩.”সাহস বলতে বোঝায় এটাই জানা যে কোথায় কোথায় ভয় পাওয়া উচিত নয় ।“- প্লেটো
শিক্ষা নিয়ে প্লেটোর উক্তি :-
২৪.“যে মানুষ শিক্ষাকে অবহেলা করে, জীবনে শেষদিন অবধি সে খুঁড়িয়েই হাঁটে।“
২৫.”মানুষের ব্যবহার প্রধানত তিনটি জায়গা থেকে প্রবাহিত হয় : ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান।“
জীবন নিয়ে প্লেটোর বানী :-
২৬.”চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়।“
২৭.”যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম। কিন্তু যা থাকে তা আমরণ সাথী হিসেবেই বিদ্যামান থাকে। ”
২৮.”মৃত্যু সবচেয়ে খারাপ জিনিস মোটেই নয় যা মানুষের জীবনে ঘটতে পারে।“
২৯.”জীবন একটি শিল্প যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে।” -প্লেটো
সৌন্দর্য নিয়ে প্লেটোর উক্তি :-
৩০ “সৌন্দর্য হল প্রাকৃতিক চরম উৎকর্ষ।“-প্লেটো
Read More: হ্যাল এলরড 10টি বানী হ্যাল
এলরড 10টি বানী
উক্ত আর্টিকেলের উক্তি ও বাণীসমূগ বিভিন্ন ব্লগ, উইকিপিডিয়া এবং plato রচিত গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: Stephen Hawking
Biography
Plato Biography, Famous Quotes ও উক্তি সমূহ লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো ।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।
তথ্যসূত্র: Wikipedia, Online
ছবিঃ ইন্টারনেট
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.