প্রমথ চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম

প্রমথ-চৌধুরী

প্রমথ চৌধুরী যশোরে জন্মগ্রহণ করেন । তাঁর পৈত্রিক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে । তিনি রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিবাহ করেন । প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বদ্ধ করেন । চলতি ভাষাকে তিনি জনপ্রিয় করে তোলেন । প্রমথ চৌধুরী মূলত একজন প্রাবন্ধিক ।

প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর জন্ম তারিখ কত – ৭ আগস্ট ১৮৬৮ । তিনি কোথায় জন্মগ্রহণ করেন – যশোর । কোন ছদ্মনামে পরিচিত – বীরবল । চলতি রীতিতে প্রকাশিত তাঁর প্রথম গদ্যরচনা – বীরবলের হালখাতা (ভারতী পত্রিকায় প্রকাশ ১৯০২) । কোন মাসিক পত্রিকাটি সম্পাদনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন – সবুজপত্র (১৯১৪) । বাংলা সাহিত্যে তিনি কি হিসেবে স্মরণীয় – চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে । ’সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কার রচনা – প্রমথ চৌধুরী । প্রমথ চৌধুরী রচিত ‘সাহিত্যে খেলা প্রবন্ধটি কোন প্রত্রিকায় প্রকশিত হয় – সবুজপত্র পত্রিকায় । ’সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত’ ।

-উক্তিটি – প্রমথ চৌধুরীর । ১৯১৪ সালে -প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন সালে প্রকশিত হয় । কোন পত্রিকা সম্পাদনা করেন – ‘বিশ্বভারতী’ পত্রিকা । প্রমথ চৌধুরী প্রধান কি পদক লাভ করেন – কলকাতা বিশ্ববিদ্যায়ল থেকে জগত্তারিণী স্বর্ণপদক । ’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে’ -এ উক্তিটি করেছেন – প্রমথ চৌধুরী । জীবনী ও সাহিত্যকর্ম ’তবে বস্তু যে কি, তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়’- ব্যকটির রচয়িতা – প্রমথ চৌধুরী ।

’কুশীলব’ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত – ’সাহিত্যে খেলা’ । শাস্ত্রমতে কাব্যরস হল অমৃত- উক্তিটি কার – প্রমথ চৌধুরী । ’মন উচুঁতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়’- এ বাক্যটি কোন লেখকের লেখায় আছে – প্রমথ চৌধুরী । ’পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র’- বাক্যটির রচয়িতা – প্রমথ চৌধুরী । ’সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।’- কে বলেছেন – প্রমথ চৌধুরী ।

প্রমথ চৌধুরী কবে মৃত্যুবরণ করেন – ২ সেপ্টেম্বর ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩), শান্তিনিকেতনে । ’তেল নূন লাকড়ি’ কার রচিত গ্রন্থ – প্রমথ চৌধুরী । ’বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা – প্রবন্ধ । ’জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না – প্রমথ চৌধুরী ।

বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ – ’বীরবলের হালখাতা’ । ’সবুজপত্র’ পত্রিকার সম্পাদক – প্রমথ চৌধুরী । প্রমথ চৌধুরী একজন – প্রাবন্ধিক । এর জীবনী ’চার ইয়ারী কথা’ গ্রন্থটি কে রচনা করেন – প্রমথ চৌধুরী । চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন – প্রমথ চৌধুরী । চলিত ভাষাকে জনপ্রিয় করেন – প্রমথ চৌধুরী ।

প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন –চলতি ভাষার ব্যবহারে । ’বইপড়া’ প্রবন্ধটি কার লেখা – প্রমথ চৌধুরী । ’নীল লোহিত’ একটি – গল্পগ্রন্থ । রচিত প্রবন্ধগ্রন্থগুলোর নাম – ‘তেল নুন লকড়ি’ (১৯০৬), ‘বীরবলের হালখাত’ (১৯১৬), ’নানাকথা’ (১৯১৯), ’আমাদের শিক্ষা’ (১৯২০), ’রায়তের কথা’ (১৯২৬), ‘নানাচর্চা’ (১৯৩২), ’প্রবন্ধ সংগ্রহ’ (১ম খন্ড ১৯৫২ ও ২য় খন্ড ১৯৫৩) । রচিত কাব্যগ্রন্থগুলোর নাম – সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯) । গল্পগ্রন্থগুলোর নাম – ‘চার ইয়ারী কথা’ (১৯১৬), ‘আহুতি’ (১৯১৯), নীল লোহিত ও গল্পসংগ্রহ (১৯৪১) ।

Post a Comment

0 Comments

Update Posts

স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভুমিকা রচনা ১০০০ শব্দ
তালিবানি মুখোশ খুলে ঝাঁঝরা হয়েছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায় লাভ জেহাদীর, মাধ্যমে ধর্মান্তরিত হয়ে নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মারা গেছে এরকম দশটি কাহিনী
Disclaimer
১০টি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল  10 best cancer hospitals in Ban...
১০ বছরে মাধ্যমিক, ১৬-তে ইঞ্জিনিয়ার, ক্যাটও পাশ করে ফেলল এই কিশোরী!
Top 14 Best Paying CPC/PPC Ad Networks
100% Proof - How to Get Back Suspended YouTube Channel Bangla - 100% Solution
Keyboard shortcuts for Windows
ইবনে সিনা হাসপাতালের ডাক্তার লিস্ট | Ibn Sina Hospital Dhanmondi Doctor ...
Goutom buddho biography গৌতম বুদ্ধের জীবনী গৌতম বুদ্ধের জীবনের বিস্ময়কর অজানা তথ্য  ইতিহাস জেনে নিন