তোমায় ভুলে থাকার জন্য নিজেকে অনেক ব্যস্ত রাখার চেষ্টায় আছি । তবে আমি ব্যর্থ -

তোমায় ভুলে থাকার জন্য নিজেকে অনেক ব্যস্ত রাখার চেষ্টায় আছি । তবে আমি ব্যর্থ -

 তোমায় ভুলে থাকার জন্য নিজেকে অনেক ব্যস্ত রাখার চেষ্টায় আছি । তবে আমি ব্যর্থ -

আমি যতবার তোমায় ভুলতে চেয়েছি ততবারই নিজেকে হারিয়ে ফেলেছি !
ভোর কেটে যায়, সকাল চলে যায় সন্ধ্যা নেমে রাত হয় আর এই রাতেই তোমার স্মৃতি গুলো আমার ভিষণ পোড়ায়।।
জানো এখন আর মনের খবরাখবর কেউ নেয়না ঝাপসা চোখের চাহনি কেউ বুঝে না, বুঝবেই বা কি করে বলো সবাই তো আর তুমি না - একমাত্র তুমিই তো আমায় কত নিখুঁত ভাবে নিজের মাঝে সাজিয়েছিলে । অথচ আজ, তুমি কোথায় নেই ~
ভেবো না তোমায় নিয়ে কোনো অভিযোগ নেই আমার । আমার প্রতিটি লেখায় তোমায় পাওয়ার আকুতি আছে - সময় করে পড়ে দেখো কতটা নিদারুণ ভাবে তোমার ভিখারি হয়ে ছিলাম !!
রক্তে মিশে গেছো তুমি, তাহলে কি করে ভুলে যাই তোমায় ..?
পাখি কি পারবে না উড়ে থাকতে?
মাছ কি পারবে নদী ছাড়া বাঁচাতে?
আকাশ কি পারবে চাঁদ ছাড়া থাকতে?
তুমি তো মানুষ, তাহলে তুমি কি ভাবলে আমি তোমায় ছাড়া ভালো থাকবো..? তোমার শূন্যতায় নিজেকে সাজাবো..?
আমি ভালো নেই বিশ্বাস করো রুদ্রদীপ আমি ভালো নেই । মনের মাঝে ঝাপটি দিয়ে বসে আছো তুমি তোমায় ভুলা সম্ভব না!!
আমি তো এই একাকিত্ব চাইনি। আমি তো তোমায় চেয়েছিলাম তোমার সাথে আমার লাল-নীল স্বপ্ন গুলো বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম। সারাক্ষণ তোমায় নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম অথচ আজ আমায় তোমায় ভুলে থাকার জন্য ব্যস্ত হতে হচ্ছে। তবুও তা যেন অসম্ভব !!
জানো,তোমায় নিয়ে লিখি প্রতিনিয়ত লিখি তবে আমি তো লেখক হতে চাইনি। আমি তোমায় চেয়েছিলাম। আমি লেখক হতে চাইনা আমি তো আমার হৃদয়ের সব আকুতি, হাহাকার, একাকিত্ব গুলো লিখি, তোমার শূন্যতায় তোমায় লিখি !!
তুমি ছাড়া আর কিছুই চাওয়ার নেই আমার। তবে আমার কাছে তো তুমিও নেই !
আছে শুধু তোমার আমার নিদারুণ স্মৃতি গুলো, যা আমার প্রতিনিয়ত পুড়ে ছারখার করে দেয় আর আমি রাত শেষে ছারখার হয়ে আমার নিজেকে মিথ্যে হাসির রেখায় সাজিয়ে নেই !!
✍️রুদ্রাক্ষী

Post a Comment

0 Comments