যদি ভাবো আমায় ছেড়ে তুমি খুব ভালো থাকতে পারবে

যদি ভাবো আমায় ছেড়ে তুমি খুব ভালো থাকতে পারবে

 যদি ভাবো আমায় ছেড়ে তুমি খুব ভালো থাকতে পারবে

তাহলে তুমি চলে যেতে পারো,
আমি তোমাকে আটকাবো না।
তোমার পথ আগলে বলবো না থেকে যাও প্লিজ।
যদি ভাবো আমার চেয়েও বেশি অন্য কেউ তোমায় ভালোবাসবে,
তাহলে তার কাছেই চলে যেও
আমি কোনো প্রশ্ন করবো না।
আমি ভুল করেও প্রশ্ন করবো না,
আমার কি ভুল ছিলো?
কারণ আমি জানি এ পৃথিবীতে মানুষ ভালোবাসার লোভী হয়
যার কাছে মানুষ বেশি ভালোবাসা পায়,
তার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়।
আমি ভেবে নেব হয়তো তোমাকে আমি ঠিক ততটুকু ভালোবাসতে পারিনি,
যতোটুকু ভালোবাসা তোমার প্রয়োজন,
যতোটুকু ভালোবাসা তুমি চাও।
তাই তোমাকে ফেরানোর বৃথা চেষ্টা আমি আর করবো না
কারণ কেউ চলে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা যায় না।
হয়তো দেহটি আটকে রাখা যাবে কিন্তু মন থাকবে অন্য কোথাও।
তাই তুমি চাইলে চলে যেতে পারো।
তবে মনে রেখো
আমি সব সময়ে তোমাকে ঠিক যতোটা ভালোবাসতাম
ঠিক ততটা ভালোবাসবো তুমি চলে যাওয়ার পরেও।
যদি কখনো মনে হয় আমার'চে বেশি তোমায় অন্য কেউ ভালোবাসতে পারবে না
আমাকেই তোমার খুব প্রয়োজন
তাহলে নির্দ্বিধায় ফিরে এসো আমি অপেক্ষা করবো হৃদয় দুয়ার খুলে ।
লেখা - শাহরিয়ার শরীফ
📷 অর্পিতা

Post a Comment

0 Comments