#অভিনেত্রী_আরতি_ভট্টাচার্য সম্বন্ধে অনেকেই জানতে চাওয়ায় এই পোস্ট।


#অভিনেত্রী_আরতি_ভট্টাচার্য সম্বন্ধে অনেকেই জানতে চাওয়ায় এই পোস্ট।

আরতি ভট্টাচার্য বাংলা ইন্ডাস্ট্রিতে একজন সফল অভিনেত্রী। উত্তমকুমার , সৌমিত্র চ্যাটার্জি এবং অনিল চ্যাটার্জির মতো অভিনেতাদের সাথে তাঁর অন-স্ক্রিন জুটি জনপ্রিয় ছিল। তিনি পরে হিন্দি এবং তারপরে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সফল স্ক্রিপ্ট লেখিকা হন। এবং সিনেমা পরিচালনা করেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
আরতি ভট্টাচার্য জামশেদপুরে জন্মগ্রহণ করেন। ডিএম মদন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি জামসেদপুর মহিলা কলেজে যোগ দেন কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।
জামসেদপুরের একটি কলেজ নাটকে সত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর প্রথম আকস্মিক সাক্ষাতের পর সত্য বন্দ্যোপাধ্যায় তাঁকে কলকাতায় এসে একজন থিয়েটার শিল্পী হিসেবে কাজ করার আমন্ত্রণ জানান।
তারপর তিনি তাঁর মায়ের সাথে কলকাতায় চলে যান এবং সত্য বন্দ্যোপাধ্যায়ের রচনা ও পরিচালনায় রঙমহল থিয়েটারে "নহবত" নাটকে থিয়েটার আর্টিস্ট হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন।
১৯৭২ সালে মৃণাল সেন পরিচালিত "এক আধুরি কাহানি" চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে বিরতি পাওয়ার পর তিনি ১৯৭০-এর দশকে বেশ কয়েকটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেন।
কর্মজীবন—
তিনি প্রেয়সী, স্ত্রী এবং সূর্যতৃষ্ণার মতো চলচ্চিত্রের জন্য পরিচিত ।
এছাড়াও তিনি ১৯৭৬ সালে আনন্দমেলা চলচ্চিত্রে গায়িকা হিসাবে তার কণ্ঠ দেন।
তিনি সত্যজিৎ রায়ের সাথে জন অরণ্য এবং মৃণাল সেনের সাথে এক আধুরী কাহানিতে কাজ করেছিলেন। তিনি ৫০টিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি একজন কথক নৃত্যশিল্পীও বটে। তিনি কয়েকটি হিন্দি ও ভোজপুরি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। এখন তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সফল স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছেন।
ব্যক্তিগত জীবন—
তিনি ভোজপুরি অভিনেতা এবং রাজনীতিবিদ কুনাল সিংকে বিয়ে করেছিলেন। অভিনেতা আকাশ সিং তার ছেলে।
পুরস্কার—
জিতেছেন , বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন – আমি সে ও সখা (1976) এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার
ফিল্মগ্রাফি—
রেওয়াজ (অপ্রকাশিত)
এক আধুরী কাহানি (একটি অসমাপ্ত গল্প) (1972)
পিকনিক (1972)
স্ত্রী (1972)
জীবনতাই নাটক
আলো আঁধারে (1973)
প্রেমের ফাঁদে (1974)
রাজা (1974)
হারমোনিয়াম (1975)
আমি-সে-ও-সখা (1975)
হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ (1975)
আনন্দমেলা
জাল সন্ন্যাসী
রাজবংশ (1976)
জন অরণ্য (দ্য মিডল ম্যান) (1976) মিসেস গাঙ্গুলী চরিত্রে
নন্দিতা (1976)
আসাধারন (1977)
গোলাপ বউ (1977)
গোলাপ বউ (1977)
জাল সন্ন্যাসী (1977)
প্রতিশ্রুতি (1977)
রাজবংশ (1977)
নিশান (1978)
ময়না (1978)
পরিচয় (1978)
স্ট্রাইকার (1978)
জব চার্নকের বিবি (1978)
জীবন যে রকম (1979)
পম্পা (1979)
ন্যায় অন্যায় (1981)
সূর্য তৃষ্ণা (1984)
আমার পৃথিবী (1985)
প্রেয়সী (1986)
কাল হামারা হ্যায় (1980) (হিন্দি)
পরিচালক হিসেবে—
মাশুকা (1987)(হিন্দি)
দাগাবাজ বলমা (1988) (ভোজপুরি)
স্ক্রিপ্ট রাইটার হিসেবে—
রক্তাক্ত ইশক (হিন্দি) (2013)
চোর পুলিশ (ভোজপুরি) (2019)
ছবিটি কুণাল সিংয়ের সঙ্গে আরতি ভট্টাচার্যের বিয়েতে সত্যজিৎ রায় ।

Post a Comment

0 Comments

Update Posts

স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভুমিকা রচনা ১০০০ শব্দ
তালিবানি মুখোশ খুলে ঝাঁঝরা হয়েছিলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায় লাভ জেহাদীর, মাধ্যমে ধর্মান্তরিত হয়ে নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মারা গেছে এরকম দশটি কাহিনী
Disclaimer
১০টি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল  10 best cancer hospitals in Ban...
১০ বছরে মাধ্যমিক, ১৬-তে ইঞ্জিনিয়ার, ক্যাটও পাশ করে ফেলল এই কিশোরী!
Top 14 Best Paying CPC/PPC Ad Networks
100% Proof - How to Get Back Suspended YouTube Channel Bangla - 100% Solution
Keyboard shortcuts for Windows
ইবনে সিনা হাসপাতালের ডাক্তার লিস্ট | Ibn Sina Hospital Dhanmondi Doctor ...
Goutom buddho biography গৌতম বুদ্ধের জীবনী গৌতম বুদ্ধের জীবনের বিস্ময়কর অজানা তথ্য  ইতিহাস জেনে নিন