আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়/ নাচ/নৃত্য/ ভূপেন হাজারিকা/ aj jibon khuja pabe/ vupen hazarika


আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়/ নাচ/নৃত্য/ ভূপেন হাজারিকা/ aj jibon khuja pabe/ vupen hazarika
আজ জীবন খুঁজে পাবি
ছুটে ছুটে আয়। ।
মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়,
যুগের নতুন দিগন্তে সব
ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়।
মনের চড়ায় পাখিটির
বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীলে
আজ উড়িয়ে দে,
যত বন্ধ হাজার দুয়ার ভেঙ্গে
আয়রে ছুটে আয়,
আজ নতুন আলোর দিগন্তে সব
ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়।
কি আর পাবি কি আর দিবি
আঙুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে
জীবন ভরে কি,
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে
আয়রে ছুটে আয়,
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিবি আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়.......

Post a Comment

0 Comments