রিম ঝিম ঝিম বৃষ্টি এলো, আকাশ পানে ওই বলোনা মা ঘরে এখন কেমন করে রই

 

রিম ঝিম ঝিম বৃষ্টি এলো, আকাশ পানে ওই বলোনা মা ঘরে এখন কেমন করে রই

রিম ঝিম ঝিম বৃষ্টি এলো, আকাশ পানে ওই বলোনা মা ঘরে এখন কেমন করে রই


একি ঝিমঝিম রিমঝিম বৃষ্টি
এলো নীল আকাশ ছেয়ে
আমি আকুল হয়ে বসে
আছি তোমার পথ চেয়ে
পূব আকাশে এইতো এখন
রোদের খেলা ছিল
তোমার আসার খবর পেয়ে
এমন কি যে হলো।

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে
হে... রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে

মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে



<=========>CFS<========>

আকাশ হলে তোমার চোখে হারাতাম
মেঘ হলে তোমায় উড়িয়ে নিতাম
আকাশ হলে তোমার চোখে হারাতাম
মেঘ হলে তোমায় উড়িয়ে নিতাম
নদী হলে ঠিকই খুঁজে পেতাম
হয়তো হৃদয়ের মোহনায়
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই..


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে



রাত্রি হলে কাছে যেতাম,
দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম
রাত্রি হলে কাছে যেতাম,
দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম
ভোর হলে ঠিকই খুঁজে পেতাম
হয়তো তোমারই ঠিকানা
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই


রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে

হে.. রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে
হে... রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু ঊড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে

=======সমাপ্ত========

Post a Comment

0 Comments