সোনা সোনা সোনা লোকে বলে সোনা
সোনা নয় তত খাঁটি
সোনা নয় তত খাঁটি
বল যত খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি আমার জন্ম ভুমির মাটি।।
জন-ধন বল যত ধনও দুনিয়াতে
হয়কি তুলনা বাংলার কারো সাথে
কত মার ধন মানিক রতন
কত জ্ঞানি গুনি কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে আঁধারের পথ কাঁটি।। ঐ
কত মার ধন মানিক রতন
কত জ্ঞানি গুনি কত মহাজন
এনেছি আলোর সূর্য এখানে আঁধারের পথ কাঁটি।। ঐ
এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম
রফিক শফিক বরকত কত নাম
রফিক শফিক বরকত কত নাম
কত তিতুমির কত ঈসা খান
দিয়েছে জীবন দেয়নি তো মান
রক্ত সহ্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি। ঐ
দিয়েছে জীবন দেয়নি তো মান
রক্ত সহ্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি। ঐ
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.