সোনার তরী || রবীন্দ্রনাথ ঠাকুর || কবিতার ব্যাখ্যা || SONAR TORI গগনে গরজে মেঘ, ঘন বরষা।

সোনার তরী,রবীন্দ্রনাথ ঠাকুর,এইচএসসি,hsc,sonar tori,সোনার তরী কবিতার ব্যাখ্যা,সোনার তরী কবিতা,সোনার তরী কবিতা hsc,সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর,sonar tori kobita hsc,sonar tori hsc,sonar tori kobita,hsc bangla 1st paper,অবেলার বাংলা,obelar bangla,বাংলা কবিতা,দীপ্তি,তাহিরা জান্নাত দীপ্তি,এইচএসসি বাংলা,পদ্য,বাংলা প্রথম পত্র,অনার্স বাংলা,বিসিএস বাংলা,ডিগ্রি বাংলা,ঢাবি,জাবি,অ্যাডমিশন,ভর্তি,রূপক কবিতা,কবিতার ব্যাখ্যা,ব্যাখ্যা,কবিতা,সোনার তরি

 গগনে গরজে মেঘ, ঘন বরষা। 

কূলে একা বসে আছি, নাহি ভরসা। 
রাশি রাশি ভারা ভারা
 ধান কাটা হলো সারা,
 ভরা নদী ক্ষুরধারা 
খরপরশা-
কাটিতে কাটিতে ধান এল বরষা ৷৷ 
একখানি ছোটো খেত, আমি একেলা- 
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ॥ 
পরপারে দেখি আঁকা 
তরুছায়ামসী-মাখা 
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা- 
এপারেতে ছোটো খেত, আমি একেলা ৷৷ 
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে! 
দেখে যেন মনে হয় চিনি উহারে । 
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে-
দেখে যেন মনে হয় চিনি উহারে ৷।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে? 
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যারে খুশি তারে দাও -
যেয়ো যেথা যেতে চাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে ॥
যত চাও তত লও তরণী-পরে ।
আর আছে— আর নাই, দিয়েছি ভরে ॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে- 
এখন আমারে লহো করুণা করে ৷৷
ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী 
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ।।


Post a Comment

0 Comments