সোনা সোনা সোনা লোকে বলে সোনা ( Sona sona sona loke bole sona) || জাগরণের গান - দেশের গান

সোনা সোনা সোনা লোকে বলে সোনা ( Sona sona sona loke bole sona)

গানসোনা সোনা সোনা লোকে বলে সোনা ( Sona sona sona loke bole sona) || জাগরণের গান - দেশের গান
সোনা সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি।। ধন জন মন যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছি আলোর সূর্য এখানে আঁধারের পথ পাতি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি।।

আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল এই মাটির তলে ঘুমায়েছে অবিরাম রফিক, শফিক, বরকত কত নাম কত তিতুমীর, কত ঈশা খান দিয়েছে জীবন, দেয় নি তো মান।। রক্তশয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। [গানটি লিখেছেন আব্দুল লতিফ এবং গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ]  

Category: দেশাত্মবোধক গান 

Post a Comment

0 Comments