একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৪ : শুরু ও শেষ তারিখ, নিয়ম
চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৬ মে থেকে। আবেদন করা যাবে ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নীতিমালা প্রকাশ করা হয়।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ম
বন্ধুরা প্রতি বছরের ন্যায় এই বছরও আপনাদেরকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র নটর কলেজ ছাড়া বাকি কলেজগুলোয় অনলাইনে আবেদন কার্যক্রম হবে। আর নটর কলেজ গুলোয় শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ম
বন্ধুরা প্রতি বছরের ন্যায় এই বছরও আপনাদেরকে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র নটর কলেজ ছাড়া বাকি কলেজগুলোয় অনলাইনে আবেদন কার্যক্রম হবে। আর নটর কলেজ গুলোয় শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম
আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন। এছাড়া আর কোন সুযোগ নেই ভর্তি হওয়ার জন্য।
প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত।
দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন শুরু হবে ৫ জুলাই থেকে। যা চলবে ৮ জুলাই পর্যন্ত।
একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত সিডিউলে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৯ জুলাই থেকে। চলবে ১০ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল ১২ জুলাই প্রকাশিত হবে। তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে ১৩ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে।
সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৫ জুলাই থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১০ দিন। অর্থাৎ ২৫ জুলাই একাদশ শ্রেণির ভর্তি শেষ হবে। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পছন্দ তালিকায় ন্যূনতম পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে পারবে শিক্ষার্থীরা। অনলাইনে আবেদন জমা দিতে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং মহানগরের বাইরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে। জেলা সদর ও উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠান যথাক্রমে ২ হাজার ও ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে।
প্রথমে আপনাকে নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে : http://www.xiclassadmission.gov.bd/
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। বর্তমানে এই ওয়েবসাইটি বন্ধ রয়েছে তবে নির্ধারিত সময়ে ওয়েবসাইটি চালু হবে।
মোবাইল দিয়ে কলেজে ভর্তির আবেদন ২০২৪মোবাইল দিয়ে কলেজে ভর্তির আবেদন ২০২৪
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্তমানে আমাদের সবার হাতেই স্মার্ট ফোন রয়েছে। আপনি চাইলে কোন কম্পিউটারের দোকানে না গিয়ে। বাড়ি বসে নিজে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে।
চলতি বছরও অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।
শিক্ষা বোর্ড বলছে, এবার সারা দেশে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৪ লাখ যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। তাই ভর্তিতে কোনো ধরনের সংকট হবে না।
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ এবং ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.