
কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন- “কোটা প্রথা নিপাত যাক; মেধাবীরা মুক্তি পাক।”
- “দফা এক দাবী এক; কোটা নট কাম ব্যাক।”
- “কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই।”
- “কোটা হটাও দাবীতে রক্ত কেন মাটিতে???”
- “সংবিধানের মূলকথা, সুযোগের সমতা।”
- “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার।”
- “বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি; আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি।”
কোটা আন্দোলন নিয়ে উক্তি- “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে।”
- “কোটায় যদি চাকরী হয়, যোগ্যতার কি দাম রয়?”
- “কোটা ছাড়া চাকরী চাই, প্রতিযোগিতা করে বাঁচতে চাই।”
- “স্বাধীন বাংলায় কোটা বৈষম্য চলবে না।”
- “কোটা পদ্ধতি বাতিল হোক, মেধাবীদের মূল্যায়ন হোক।”
- “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই।”
কোটা আন্দোলন নিয়ে স্লোগান- “কোটা না মেধা, মেধা মেধা!!”
- “তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার; কে বলেছে? কে বলেছে? সরকার সরকার।”
- “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না।”
- “কোটা মুক্ত দেশ চাই।”
- “বাংলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার।”
- “আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব দাও।”
- “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই।”
- “ছাত্র সমাজের একশন ডাইরেক্ট একশন; মেধাবীদের একশন ডাইরেক্ট একশন; আগামির একশন ডাইরেক্ট একশন।”
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস- “বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবী যৌক্তিক।” – কোটা আন্দোলনকারী
- “কোটা ব্যবস্থা মেধাবীদের বঞ্চিত করছে।” – বিশিষ্টজন
- “মেধার পরিচয় দিয়েই যেকোনো জায়গায় সুযোগ পাওয়া উচিত, কোটার জোরে নয়।” – কোটা আন্দোলনকারী
- “যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেলেই জাতি এগিয়ে যাবে।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস কোটা আন্দোলন শুধু একটি সাধারণ আন্দোলন নয়, এটি দেশের শিক্ষিত সমাজের মেধা ও ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন প্রমাণ করেছে যে, একত্রিত হয়ে ন্যায়ের জন্য লড়াই করলে তা সফল হওয়া সম্ভব। আমরা আশা করি, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি মেধাবী শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভবিষ্যতে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস
0 Comments
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.