ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী

 ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী...।

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী
একলা আইসো নদীর, কিনারায় কিনারায়
দেখবো তোমায়, চাঁদের জোচনায়
ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়
ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী
একলা আইসো নদীর, কিনারায় কিনারায়
দেখবো তোমায়, চাঁদের জোচনায়
ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়

রফিকুল ইসলাম রহিজ- চারিগ্রাম সিংগাইর


নদীর পানি চেয়ে থাকে- তোমার ছায়া দেখে
নয়ন আমার অন্ধ হলো- রুপোর আলো মেঘে.।
নদীর পানি চেয়ে থাকে- তোমার ছায়া দেখে
নয়ন আমার অন্ধ হলো- রুপের আলো মেঘে
মনের মাঝে প্রেমের নদী-
মনের মাঝে প্রেমের নদী-
উচ্ছলায় উচ্ছলায়-

দেখবো তোমায়, চাঁদের জোচনায়-
ও কিশোরী,দেখবো তোমায়- চাঁদের জোচনায়.।
রফিকুল ইসলাম রহিজ, চারিগ্রাম সিংগাইর

নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে
তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে..।
নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে
তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে
অভিশারে মিলবো সুখের-
অভিশারে মিলবো সুখের-
মোহনায় মোহনায়
দেখবো তোমায় চাঁদের জোচনায়-

ও কিশোরী- দেখবো তোমায় চাঁদের জোচনায়..।
ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী
একলা আইসো নদীর কিনারায় কিনারায়
দেখবো তোমায় চাঁদের জোচনায়
ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়।
ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী
একলা আইসো নদীর- কিনারায় কিনারায়
দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়
ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়
ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়

Post a Comment

0 Comments