এ কেমন নষ্টামি চলছে E Kemon Nostami Cholche কথা,সুর ও কণ্ঠ: সংগীত সরকার


এ কেমন নষ্টামি চলছে  E Kemon Nostami Cholche কথা,সুর ও কণ্ঠ: সংগীত সরকার

এ কেমন নষ্টামি চলছে বাংলায়?
জাতির জনক দেখি জুতোর মালা গলায়!
দেশটা বন্দিশালা,রবীর মুখেতে তালা!
গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়!
চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি,
আমরা দেশের সম্বল,এ কেমন স্বাধীনতা!
অশ্রুসিক্ত মাতা,দেশ জুড়ে কারা শৃঙ্খল!
নির্ঘুম কাটে রাত জ্বলছে জগন্নাথ,
ভগবানও যেন অসহায়!
বৃদ্ধ নারীর শাড়ি অন্তর্বাস সাথে
বেহায়া সেলফি তুলে যায়!
এই মায়াজাল কেটে যাক,যাক ছিঁড়ে!
ঘর ছাড়া পাখি তোরা আয় না ফিরে নীড়ে।
ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি
তারা আজ ফিরে গেছে ঘরে।
মৌলবাদীর দল নৃশংস হানাদার
দেশ জুড়ে লুটপাট করে!
জ্বলছে খুকির বাড়ি,খোকার বাবার লাশ ঝুলে আছে মাঝ রাস্তায়।
চব্বিশে এটা যেন আবার '৭১
সংখ্যালঘুরা অসহায়!
হাজারো পশুর মাঝে মানুষও তো আছে যারা করছে শান্তি অভিযান,
হিন্দুর মন্দিরে নির্ঘুম পাহারায়
রয়েছে কত মুসলমান।
ছাত্রদের মুখোশে মৌলবাদীরা হাসে সংখ্যলঘুরা পথে ফাঁসে।
[ছাত্ররা হুশিয়ার বাংলাতে যেন আর
'৭১ না ফিরে আসে]-৩
এ কেমন নষ্টামি চলছে বাংলায়?
জাতির জনক দেখি জুতোর মালা গলায়!
দেশটা বন্দিশালা,রবীর মুখেতে তালা!
গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়!
চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি,
আমরা দেশের সম্বল,এ কেমন স্বাধীনতা!
অশ্রুসিক্ত মাতা,দেশ জুড়ে কারা শৃঙ্খল!
নির্ঘুম কাটে রাত জ্বলছে জগন্নাথ,
ভগবানও যেন অসহায়!
বৃদ্ধ নারীর শাড়ি অন্তর্বাস সাথে
বেহায়া সেলফি তুলে যায়!
এই মায়াজাল কেটে যাক,যাক ছিঁড়ে!
ঘর ছাড়া পাখি তোরা আয় না ফিরে নীড়ে।
এই মায়াজাল কেটে যাক,যাক ছিঁড়ে!
আমার সোনার বাংলায়
[আবার শান্তি আসুক ফিরে]-২

Post a Comment

0 Comments